দক্ষিণবঙ্গ

কংসাবতীর জলে ডুবল মেদিনীপুরের ২টি ওয়ার্ড

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: টানা বৃষ্টি। বৃষ্টির জেরে কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুর পুরসভা এলাকার দু’টি ওয়ার্ডের বেশকিছু অংশে জলমগ্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়েছে এলাকার শতাধিক পরিবার। যদিও ইতিমধ্যেই বাড়ি বাড়ি খাবার, ত্রাণ সামগ্রী পৌঁছনোর কাজ শুরু করেছে পুরসভা ও জেলা প্রশাসন। এদিন এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। জানা গিয়েছে, জলমগ্ন হয়ে পড়ায় ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। 
স্থানীয় বাসিন্দাদের কথায়, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকা জলমগ্ন হয়েছে। স্কুলে যেতেও পারছে না পড়ুয়ারা। এছাড়া জল জমে থাকায় ডেঙ্গুর সম্ভবনা বাড়ছে। বেশি বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে যায়। 
এদিন মহকুমা শাসক বলেন, বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার তরফে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিনদিন ধরে টানা বৃষ্টির জেরে ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকায় জল জমে যায়। এরফলে সমস্যায় পড়ে পালবাড়ি সহ একাধিক এলাকার মানুষ। সোমবার রাত থেকে কংসাবতী নদীর জল বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় জলের পরিমাণ বাড়তে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ আধিকারিকরা। সমস্যায় পড়া সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়। একশোর বেশি পরিবার সমস্যায় পড়ে। বেশকিছু পরিবারকে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়। একইসঙ্গে দুপুরে ও রাতে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুরসভার তরফে। এছাড়া পুরসভার তরফে সাধারণ মানুষের সুবিধার্থে পানীয় জল, ত্রিপলের ব্যবস্থাও করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর পুরসভার নজরগঞ্জ এলাকার বড়কোলা ও মেদিনীপুর শহরের মধ্যে সংযোগকারী সেতু ভেঙে গিয়েছে। এরফলে ঝুঁকি নিয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কংসাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে থাকায় যাতে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে, সেইদিকে বিশেষ নজর দিচ্ছে পুরসভা। স্থানীয় এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ চলে যায়। দিনের বেশিভাগ সময়ে বিদ্যুৎ থাকে না। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে পড়ুয়াদের। মানুষের যাতায়াতের সমস্যা বাড়ছে। বহু মানুষ অন্য এলাকায় চলে গিয়েছে। এদিন কথা হচ্ছিল পালবাড়ি এলাকার বাসিন্দা অনিকেত পালের সঙ্গে। তিনি বলেন, মানুষের খুব সমস্যা হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের প্রয়োজন।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা