দক্ষিণবঙ্গ

অষ্টমীর সন্ধ্যাকে টক্কর হলদিয়ার বিশ্বকর্মা পুজোর ভিড়

সংবাদদাতা, হলদিয়া: মঙ্গলবার হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর ভিড় মনে করিয়ে দিল দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যাকে। পেট্রকেম, আইওসি রিফাইনারি, ধুনসেরি ইন্দোরামা, এমসিপিআইয়ের মতো শিল্পশহরের নামী কারখানাগুলির গেটে পুজো মণ্ডপে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়। দু’দিন আগের দুর্যোগের তাণ্ডব এখন অতীত। এদিন সকাল থেকে রোদ ঝলমলে আকাশ মানুষকে টেনে আনে পুজো প্রাঙ্গণে। রোদের মধ্যেই ছাতা মাথায় মণ্ডপ দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। বিকেল থেকে রাস্তায় টোটো, অটোর দাপটে রীতিমতো শহরে যানজট লেগে যায়। দুপুর থেকেই পরিবারের লোকজনকে টোটো ভাড়া করে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন অনেকেই। 
এদিন  আইওসি এমপ্লয়িজ বিশ্বকর্মা পুজো কমিটির মণ্ডপে সকাল থেকেই ছিল ভিড়। পুজোর সূচনা করেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল। এদিন পুজো উপলক্ষ্যে হলদিয়া পুরসভার হাতে ৬টি জলের ট্যাঙ্ক সহ গাড়ি তুলে দেয় আইওসি রিফাইনারি। এছাড়া স্কুল পড়ুয়াদের ব্যাগ, শ্রমিকদের সুটকেস ও বিশেষ ধরনের ইন্ডাস্ট্রিয়াল সেফটি স্যুট দেওয়া হয়। আইওসির এগজিকিউটিভ ডিরেক্টর বলেন, আইওসি কর্তৃপক্ষ এই প্রথম কারখানার ভিতরে কাজের জন্য ৫০ জন মহিলা শ্রমিক নিয়োগ করেছে।
কারখানার ঠিক পাশেই আইওসির ঠিকা শ্রমিকদের বিশাল পুজোর আয়োজন করা হয়েছে। এদিন সকালে ওই পুজোর উদ্বোধন করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটির অন্যতম সদস্য শ্রমিক নেতা নুর হোসেন বলেন, এই পুজো আয়োজন করার জন্য শ্রমিকরা স্বতস্ফূর্তভাবে তাঁদের একদিনের মজুরি চাঁদা হিসেবে দেন। প্রায় ১০ লক্ষ টাকা চাঁদা ওঠে। ওই অর্থ সামাজিক কাজে খরচ করা হয়। 
বিশ্বকর্মা পুজোর সময় হলদিয়ার দুর্গাচক ও টাউনশিপে মেলা বসেছে। ওই মেলা দুর্গাপুজো পর্যন্ত থাকবে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হলদিয়ায় ৮টি বড় পুজোর উদ্বোধন করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। দীর্ঘদিন এনিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলিও কটাক্ষ করতে ছাড়েনি। এবার টাউনশিপে ভারতীয় মজদুর সঙ্ঘের নতুন অফিসে ঘটা করে বিশ্বকর্মা পুজো হয়েছে। বিএমএসের সর্বভারতীয় নেতা প্রদীপ বিজলি বলেন, পুজো উপলক্ষ্যে হাজারের বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিলি করা হয়েছে। শ্রমিক নেতা ও শিল্প সংস্থাগুলি জানিয়েছে, বিশ্বকর্মা পুজোর সময় হলদিয়ায় মিষ্টি ব্যবসায়ীরা লাভের মুখ দেখেন। কয়েক হাজার শ্রমিক কর্মচারীকে পুজো উপলক্ষ্যে মিষ্টি বিলি করা হয়।-নিজস্ব চিত্র
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা