দক্ষিণবঙ্গ

বিপদ সীমার উপর দিয়ে বইছে দামোদর, মুণ্ডেশ্বরী, দ্বারকেশ্বর, ডিভিসির জল ছাড়ার খবরে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ফের বাঁধ ভাঙল দ্বারকেশ্বরের। মঙ্গলবার বিকেলে খানাকুলের বন্দরের জেলেপাড়া এলাকায় বাঁধের বড় অংশ ভেঙে যায়। সেই ভাঙা বাঁধের অংশ দিয়ে হু হু করে জল ঢুকছে। নতুন করে প্লাবিত হয়েছে এলাকা। জল ঢুকছে ঘরবাড়িতেও। বিপদ সীমার উপরে বইছে দামোদর, মুণ্ডেশ্বরী, রূপনারায়ণ নদীগুলিও। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া ক্রমশ বাড়ানো হচ্ছে। তাতেই বন্যার প্রমাদ গুনছেন আরামবাগ মহকুমাবাসী। মঙ্গলবার গোঘাটের গোয়ালসারা এলাকায় খালের জলে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্রীকান্ত ঘোষ(৬০)। বাড়ির কাছে খালের জলে জাল দিয়ে মাছ ধরছিলেন। আসাবধানবশত খালের জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। 
এদিকে, দামোদর ও মুণ্ডেশ্বরী নদী দিয়ে বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছে। তারফলে এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা। তবে পরিস্থিতি মোকাবিলা করতে এদিন আরামবাগে এসে উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সঙ্গে ছিলেন রাজ্যের আরএক মন্ত্রী বেচারাম মান্না, হুগলির জেলাশাসক মুক্তা আর্য সহ সেচ ও অন্যান্য দপ্তরের আধিকারিকরা। মানসবাবু দপ্তরের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের রাত জেগে কাজ করার নির্দেশ দেন। 
নিম্নচাপের বৃষ্টির জেরে রবিবার রাত থেকেই মহকুমায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। দ্বারকেশ্বর নদ উপচে যায়। তারসঙ্গে খানাকুলের কিশোরপুরে পৃথক দু’টি জায়গায় বাঁধ ভেঙে যায়। রাজ্য সড়কে জল দাঁড়িয়ে পড়ায় সোমবার বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। তবে মঙ্গলবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। রাস্তা থেকে জল অনেকটাই নেমে গিয়েছে। তবে কালীপুর এলাকায় এখনও জল জমে রয়েছে। তারফলে সেখানে এখনও ত্রাণ শিবির চলছে। গোঘাটের বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয়ে রয়েছে। এদিন গোঘাটের হাজিপুর, কোটা, পাবা প্রভৃতি এলাকা আরামবাগের সংসদ সদস্য মিতালি বাগকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন সেচমন্ত্রী মানসবাবু।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসির তরফে এদিন বিকেলে প্রায় দু’লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। সেই জল দামোদর ও মুণ্ডেশ্বরী নদীর উপর দিয়ে যাবে। আরামবাগ, খানাকুল ও পুরশুড়া বিধানসভা এলাকার মানুষজন বানভাসি হওয়ার আশঙ্কা করছেন। ইতিমধ্যেই পুলিসের তরফে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। দুর্গতদের দ্রুত উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়। খানাকুলের বিভিন্ন জায়গায় নদী বাঁধ এখনও দুর্বল হয়ে রয়েছে। এদিন সকাল থেকে স্থানীয় বাসিন্দারাই বাঁধ মেরামতির কাজেও হাত লাগান। কিন্তু, বন্দরের জেলেপাড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিপত্তি বাধে। সেখানকার বাসিন্দা দীপঙ্কর পোড়ে বলেন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর সংযোগস্থলের কাছে নদীর বাঁধ ভেঙে যায়। অনেকের বাড়িতেই জল ঢুকে গিয়েছে। মারোখানার বাসিন্দা সুজিত পাল বলেন, সোমবার থেকেই পানশিউলি বাজার জলমগ্ন হয়ে রয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। 
এদিন মানসবাবু আরামবাগে প্রশাসনিক বৈঠক থেকে সবদপ্তরকে সজাগ থাকার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি বলেন, ডিভিসি না জানিয়ে বিপুল পরিমাণ জল ছেড়েছে। তার জেরে খানাকুল, পুরশুড়া প্রভৃতি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সরকার ফ্লাড ম্যানেজমেন্টের জন্য বরাদ্দ না দিয়ে রাজ্যকে বঞ্চিত করছে বারবার। তবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গতদের পাশে রয়েছেন। আগামী তিনদিন উদ্বেগ রয়েছে। আরামবাগ মহকুমায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা