দক্ষিণবঙ্গ

টানা বৃষ্টিতে জেলাজুড়ে ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি, ছাদ নেই আবাস যোজনার দেড় লক্ষ আবেদনকারীর

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: গত সপ্তাহের শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি নদীয়া জেলাজুড়ে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। যারা জেরে ব্যাপক দুর্যোগের মুখে পড়তে হয়েছে শহর থেকে গ্রামের বাসিন্দাদের। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে বহু বাড়ি। ছাদ হারিয়েছেন বহু মানুষ। তাদের অনেকেই আবাস প্রকল্পে নাম লিখেছিলেন। যোগ্যতা থাকা সত্ত্বেও মাথা গোঁজার ছাদ পাননি তাঁরা। অগত্যা প্রাকৃতিক দুর্যোগের মুখে তাঁদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। আবাস প্রকল্পে নাম থাকা এরকম যোগ্য উপভোক্তার সংখ্যা নেহাত কম নয়। নদীয়া জেলায় দেড় লক্ষ মানুষ আজও কাঁচা বাড়িতে থাকেন। সম্প্রতি লাগাতার ঝড়বৃষ্টির কারণে কারও কাঁচা বাড়ির ছাদ ভেঙে পড়েছে। কারও বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসন ত্রিপল সহ আনুষাঙ্গিক জিনিসপত্র দিয়ে সাহায্য করছে তাঁদের। কিন্তু কেন্দ্র সরকার ঘর বানানোর অনুমোদন দিলে, এই দিন দেখতে হতো না। দুর্গোৎসবের আগে গৃহহীন বাসিন্দারা এই দুর্ভোগের জন্য কেন্দ্র সরকারকেই দুষছেন। 
নাকাশিপাড়ার বিডিও স্নেহাশিস দত্ত বলেন, ‘নাকাশিপাড়া, মাঝেরগ্রাম, বেথুয়াডহরি-১, বিরপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ থেকে ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা খতিয়ে দেখছি কাদের বাড়ির ছাদ বা দেওয়াল ভেঙে গিয়েছে। সেইমতো আমরা ব্যবস্থা নেব। ব্লকের প্রায় সাড়ে ছ’ হাজার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঁঠালবেরিয়ায় এক ব্যক্তি নয়নজুলি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন। যার জন্য জল পাস হচ্ছিল না‌। জেসিবি দিয়ে ড্রেন তৈরি করে জল পাস করানো হয়। প্রায় সব পরিবারকে উদ্ধার করা গিয়েছে।
কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, ‘মিরা-২, কালীগঞ্জ পঞ্চায়েতের বেশি জায়গায় কাঁচাবাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। আমরা তাদের জন্য ত্রিপল সহ বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা করছি।’
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’ বছর আগে চুলচেরা তদন্ত করে আবাস প্রকল্পের পূর্ণাঙ্গ তালিকা বানানো হয়েছিল। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি একাধিকবার এসেও সেই তালিকায় ত্রুটি খুঁজে পাননি। সবমিলিয়ে নদীয়া জেলায় মোট ১ লক্ষ ৪৭ হাজার যোগ্য উপভোক্তার তালিকা তৈরি করা হয়। তারপর মাঝে দু’ বছর কেটে গেলেও সেই আবাস তালিকা নিয়ে আর কাটাছেঁড়া হয়নি। তাই মাথায় ছাদও জোটেনি লক্ষাধিক উপভোক্তার। তাঁদের জীবনযাত্রাই প্রাকৃতিক দুর্যোগের কবলে দুর্বিসহ হয়ে উঠেছে।
কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান রুকবানুর রহমান বলেন, ‘এই প্রাকৃতিক দুর্যোগে মূলত যাঁদের কাঁচাবাড়ি রয়েছে তাঁরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই আবাস যোজনায় আবেদন করেছিলেন। কিন্তু কেন্দ্র সরকারের গড়িমসির জন্য উৎসবের আগে তাঁরা মাথাগোঁজার ছাদ হারাল। এর দায় কেন্দ্র সরকারের। আমাদের প্রশাসন অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকারের সুবিধাটুকু তাঁদের কাছে পোঁছে দিতে।’
বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন, ‘আবাস যোজনায় তৃণমূল নেতাদের লাগামহীন দুর্নীতি করেছে বলেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। তৃণমূলই দায়ী এই অবস্থার জন্য।’
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা