দক্ষিণবঙ্গ

ঢাকের বোলে অষ্টমীর মেজাজ বেঁন্দুয়া গ্রামে

নিজস্ব প্রতিনিধি, রায়না: গ্রামে ঢুকতেই ভেসে আসছে ঢাকের আওয়াজ। রায়নার বেঁন্দুয়া গ্রামে যেন অষ্টমীর মেজাজ। হাতে আর মাত্র কয়েকটা দিন সময়। পুজোমণ্ডপে ভালো বোল তুলতে না পারলে প্রশংসা পাওয়া যাবে না। তাই রায়নার ‘ঢাকি গ্রামে’ শুরু হয়েছে মহড়া। বছরের অন্যান্য সময় কৃষ্ণপদ দাস, উত্তম দাস, গোপাল দাসরা কেউ দিনমজুর আবার কেউ টেটো চালান। কিন্তু মাঠে কাশফুল ফুটলে আর তাঁরা ঠিক থাকতে পারেন না। চিলেকোঠায় তুলে রাখা ঢাক নামিয়ে শুরু হয় মহড়া। নতুন প্রজন্মের যুবকদেরও তালিম চলে। সপ্তমীর সকালে বা নবমীর রাতে কি বোল হবে তা তাঁদের শেখানো হয়। নিজেরাও হাত ‘ঠিক’ করে নেন। গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ দাস বলেন, এই পেশায় তেমন আয় হয় না। পিতৃপুরুষের পেশা ছাড়তে পারি না। তাছাড়া পুজোর চারদিন ঢাক বাজাতে না পারলে মন খারাপ হয়। অন্য সময় টোটো চালাই। অভ্যাস না থাকলে বোল ভুল হয়ে যায়। পুজোর একমাস আগে থেকে মহড়া শুরু হয়ে যায়। দুপুর, সন্ধ্যায় ঢাকে কাঠি পড়ে। আগেকার দিনের ঢাকিরা বিভিন্ন ধরনের বোল তুলতে পারতেন। এখন অবশ্য অনেকেরই তা জানা নেই। পুজোর চারদিন চাররকম বোলে ঢাক বাজাতে হয়। আর এক ঢাকি গোপাল দাস বলেন, গ্রামের ঢাকিরা শ্রীরামপুর, হাওড়া বা বেলুড়ের মণ্ডপে ঢাক নিয়ে যান। শহরতলিতে যাওয়া হলে বেশি টাকা পাওয়া যায়।  
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা