দক্ষিণবঙ্গ

অনুমোদন ছাড়াই ওয়ার্ক অর্ডার, বাতিলের নির্দেশ

সংবাদদাতা, পুরুলিয়া: অনিয়মের অভিযোগে প্রশাসনিক ও ফিনানশিয়াল অনুমোদন বিহীন সমস্ত টেন্ডার প্রক্রিয়া বাতিল করল বনদপ্তর। সেই সঙ্গে প্রশাসনিক ও ফিনানশিয়াল অনুমোদন বিহীন যেসব ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সেইসব ওয়ার্ক অর্ডারের দায় আধিকারিকদেরই নিতে হবে। বনদপ্তর কোনও দায় নেবে না। সম্প্রতি বনদপ্তরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল এই নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে ওই নির্দেশ পুরুলিয়া জেলা সহ অন্যান্য জেলাতেও এসে পৌঁছেছে বলে জানা গিয়েছে। 
প্রসঙ্গত, বনসৃজন সহ বিভিন্ন বিষয়ে বনদপ্তরের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরেই। বিভিন্ন জায়গায় প্রশাসনিক অনুমোদন ও ফিনানশিয়াল অনুমোদনের তোয়াক্কা না করেই বিভিন্ন কাজের টেন্ডার করা হয়। এমনকী ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। একাধিক জায়গায় ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়ার পর কিংবা টেন্ডার প্রক্রিয়া অনেকখানি এগিয়ে যাওয়ার পর অনুমোদনের জন্য রাজ্যে পাঠানো হতো। দীর্ঘদিন ধরে এরকম অনিয়ম হয়ে চলেছে বলে অভিযোগ। বনদপ্তরের পুরুলিয়া ডিভিশন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলাতেও একাধিক জায়গায় প্ল্যান্টেশনের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যে বিভিন্ন ঠিকাদার সংস্থা ওই কাজের বরাত পাওয়ার আবেদন করেছেন। টেন্ডার খোলার সময়সীমা অতিক্রান্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই টেন্ডারগুলি ওপেন করা হয়নি বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় আধিকারিকরা প্রশাসনিক এবং ফিনানশিয়াল অনুমোদন ছাড়ায় ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে থাকেন। অতিরিক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল তাঁর নির্দেশিকাতে আরও জানান, বিভিন্ন জায়গায় টেন্ডার কমিটি নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা