দক্ষিণবঙ্গ

পোস্তর আঠা বিক্রির অভিযোগে পলাশীপাড়ায় গ্রেপ্তার ২

সংবাদদাতা, তেহট্ট: ঝাড়খণ্ড থেকে পোস্তর আঠা এনে পলাশীপাড়া থানার বিভিন্ন গ্রামে বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম রাজ্জাক শেখ, সফিকুল শেখ। তাদের বাড়ি পলাশীপাড়া থানার কুলগাছি এলাকায়। রবিবার ভোরে  কুলগাছি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার  করে পুলিস। পুলিস ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশীপাড়া এলাকার বড়নলদহ, কুলগাছি, বাউর সহ বিভিন্ন গ্রামে গত কয়েকবছরে হেরোইনের মতো মাদকের রমরমা শুরু হয়। এখন এই কারবার আরও ফুলেফেঁপে উঠেছে। আগে হেরোইন আমদানি করে বিক্রি করা হলেও বর্তমানে কাঁচামাল এনে হেরোইন তৈরি করা হচ্ছে। এই কারবারে যুক্ত থাকায় সপ্তাহ দু’য়েক আগে গ্রেপ্তার হয় বড়নলদহর শিক্ষক বকুল শেখ। তাকে জিজ্ঞাসাবাদ করে সোমানুল শেখ ও মাসুদ শেখকে গ্রেপ্তার করে পুলিস। তারপরেই এই এলাকায় পোস্তর আঠা পাচারের মাস্টারমাইন্ডের খোঁজ পায় পুলিস। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের চক্রধরপুরের খুন্তি এলাকা থেকে মঙ্গল সামার ও সুনীল সামারকে গ্রেপ্তার করেছে পুলিস।
অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ঝাড়খণ্ডের চক্রধরপুরের খুন্তি পাহাড়ের চূড়ায় পোস্তর চাষ হয়‌। তাই মাফিয়ারা কাউকে ওই জায়গায় যেতে অনুমতি দেয় না। শুধু পরিচিত কারবারিদের বিপুল পরিমাণ টাকার বিনিময়ে পোস্তর আঠা দেয়। এবার তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হল। তিনি আরও বলেন, এরাই মূলত ঝাড়খণ্ড থেকে পোস্তর আঠা এনে বিভিন্ন গ্রামের কারবারিদের পাচার করত। তবে এই অপরাধে এলাকার আরও কেউ জড়িত থাকতে পারে। তা নিয়ে তদন্ত চলছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা