বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

টানা বৃষ্টিতে পূর্বস্থলীতে ফুলকপি, পেঁপে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা 

সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীতে টানা বৃষ্টির জেরে ফুলকপি ও পেঁপে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ফুলকপি পচে গিয়েছে। জমিতে জল দাঁড়িয়ে যাওয়ায় গাছের গোড়ার ক্ষতি হয়েছে। পেঁপে গাছ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। ফলে বহু টাকা খরচ করে সব্জি চাষ করে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
পূর্ব বর্ধমানের জেলার সব্জি ভাণ্ডার বলা হয় পূর্বস্থলী-২ ব্লককে। বিঘার পর বিঘা জমিতে সারা বছরই সব্জি চাষ করে থাকেন চাষিরা। এলাকায় পাঁচটি বড় পাইকারি সব্জি আড়ত আছে। এর মধ্যে সব থেকে বড় পাইকারি বাজারটি হল কালেখাঁতলায়। এছাড়া পারুলিয়া, ফলেয়া, জামালপুর মোড়, বিশ্বরম্ভাতেও পাইকারি সব্জি বাজার আছে। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সব্জি সবই বিক্রি হয় এখানকার বাজারগুলি থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সব্জি ব্যবসায়ীরা পূর্বস্থলীর আড়ত থেকে সব্জি সংগ্রহ করে থাকেন। কিন্তু কয়েকদিন ধরে নিম্নচাপ হওয়ায় বৃষ্টিতে দফারফা হয়েছে ফুলকপির গাছ। ফুলকপির ফুল পচে গিয়েছে। যার ফলে ক্ষতির মুখে পড়ছেন পূর্বস্থলীর বিস্তীর্ণ এলাকার সব্জি চাষিরা। পূর্বস্থলীর বড়গাছি, কালেখাঁতলা এলাকায় বেশ কয়েক বিঘা পেঁপে গাছ গোড়া থেকে উপড়ে গিয়েছে ঝোড়ো হাওয়ার দাপটে। শুক্র ও শনিবার নিম্নচাপের বৃষ্টির জেরে সব্জির জমিতে জল জমে গিয়েছে। এলাকার সব্জি চাষি রণ দাস বলেন, আমি ১৫কাঠা জমিতে ফুলকপি লাগিয়েছিলাম। ২০ থেকে ২৫হাজার টাকা খরচ হয়েছিল। বৃষ্টিতে আমার গোটা জমির চাষ নষ্ট হয়ে গিয়েছে। ফুলকপির গাছে ফুল ধরেছিল। সব পচে নষ্ট হয়ে গিয়েছে। এখন ওই জমির বাকি গাছও তুলে ফেলতে হবে। আরেক চাষি গৌতম ঘোষ বলেন, আমি ১২কাঠা জমিতে পেঁপে গাছ লাগিয়ে ছিলাম। ঝোড়ো হাওয়ায় ৫০ থেকে ৬০টি গাছ ভেঙে পড়েছে। ফুলকপির গাছ বৃষ্টিতে সব পচে গিয়েছে। সব খরচ জলে চলে গেল। সারের দাম বেশি। এতকিছুর পরেও খরচ ওঠা তো দূরের কথা, লোকসান হয়ে গিয়েছে। গাছের গোড়ায় জল দাঁড়িয়ে গোড়াপচা রোগ ধরে গাছ নষ্ট হয়ে গিয়েছে। লঙ্কা, ঝিঙে, উচ্ছে, কাঁকরোল প্রভৃতি জমিতেও সব্জি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। পূর্বস্থলী-২ ব্লকের চুপি হাটতলা এলাকায় বৃষ্টির জল বেশ কয়েকটি বাড়িতে জমে গিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। -নিজস্ব চিত্র
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা