দক্ষিণবঙ্গ

পুজোয় চাহিদা বাড়ছে মগরমুখ ও মোটা মানতাসা ডিজাইনের শাঁখার

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এবার দুর্গাপুজোয় মগরমুখ, মোটা মানতাসা ডিজাইনের শাঁখার চাহিদা ব্যাপক। দুর্গাপুজোর অষ্টমীর দিন বিবাহিত মহিলাদের নতুন শাঁখা পরার চল রয়েছে। অনেকেই তাই পুজোর আগে একজোড়া করে নতুন শাঁখা নেন। সেই কারণে শেষ ৩ মাস ধরে শাঁখা বানানো শিল্পীরা দিনরাত জেগে কাজ করে চলেছেন। বিভিন্ন শাঁখার দোকানে এসে গৃহবধূরা খোঁজ নিচ্ছেন, মগরমুখ ডিজাইনের শাঁখার। এবার পুজোতে ভালো ব্যবসার আশায় তাকিয়ে রয়েছেন শাঁখারি ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, এমনিতে সারাবছরই শাঁখা, পলার বিক্রি থাকলেও পুজোর আগের এক মাস বিক্রি বেড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, পুজোতে মা উমার পায়ে ঠেকিয়ে অনেক গৃহবধূই নতুন শাঁখা পরেন। অনেকেই সবদিন শাঁখা না পরলেও বিশেষ করে অষ্টমীর দিন তাঁরা তা পরে মায়ের কাছে পুজো দিতে যান। সেই কারণে পুজোর বাজারে শাঁখার চাহিদা থাকে অনেকটায় বেশি। শাঁখারিরাও এই সময়ের দিকে তাকিয়ে থাকেন। পুজোর মরশুমে যুক্ত হয়েছে বিভিন্ন ডিজাইনের করা শাঁখা পরার চল। কেউ পদ্মফুলের কারুকার্য চাইছেন তো কেউ আবার ছোট, মাঝারি মান্তাসা খুঁজছেন। তুলনামূলক কম দামের মধ্যে মগরমুখ ডিজাইনের চাহিদাই বেশি। অর্থাৎ শাঁখার মধ্যে থাকে হাতির মুখের ছবি। ৫০০ টাকা জোড়া থেকে ১২০০ টাকা জোড়া সব ধরনের ডিজাইনের শাঁখাই তৈরি করে রেখেছেন ব্যবসায়ীরা। এবার দেবীর আগমনের সঙ্গে সঙ্গে ব্যবসাতেও ভালো লাভ আসবে, এই আশাতেই রয়েছেন প্রত্যেকে। জানা গিয়েছে, পুজোর আগের এই মাসে পছন্দের রকমারি সব অর্ডার অনলাইনেও করছেন গৃহবধূরা। 
সেহারাপাড়ার একটি শাঁখার দোকানের কর্ণধার কৃষ্ণচন্দ্র ঘোষ বলেন, আমার মুর্শিদাবাদের ডোমকলের জিৎপুরে ৬ জন শিল্পী সারাবছর ধরে শাঁখা বানানোর কাজ করেন। গত এপ্রিল মাস থেকে পুজোর অর্ডারের কাজ তাঁরা শুরু করে দিয়েছিলেন। সরু, মোটা নানা ধরনের শাঁখা বানানো হয়েছে। স্পেশাল কিছু ডিজাইনও রয়েছে। যেগুলি অনেকটায় অন্যরকম। কিছুজন আগে থেকে ছবি দেখিয়ে ডিজাইন অর্ডার করে গেছেন গৃহবধূরা। তাঁদের অর্ডার অনুযায়ী শাঁখা বানিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি এখন আগ্রহ দেখছি সিটি গোল্ডের ডিজাইন সমেত শাঁখা পরার। সোনার মতোই দেখতে লাগা এই শাঁখা ১ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন। দাম কমের কারণে অনেকেই এটিতে আগ্রহ দেখাচ্ছেন। এই ক’টা দিনই আমাদের কাছে ব্যবসা করার মূল সময়। তাই ব্যবসায়ীরা আশায় বুক বেঁধেছেন।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা