দক্ষিণবঙ্গ

স্কুল সংলগ্ন এলাকায় নেশাড়ুদের ঠেক, নিরাপত্তার দাবিতে থানায় প্রধান শিক্ষক

সংবাদদাতা, কাঁথি: কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুল সংলগ্ন রাস্তা ও স্কুলের খেলার মাঠ নেশাড়ু ও সমাজবিরোধীদের আড্ডাস্থল হয়ে উঠেছে। প্রতিবাদ করতে গিয়ে এবং বাধা দিতে গিয়ে কটূক্তির শিকার হয়েছিলেন খোদ প্রধান শিক্ষক। অভিযোগ পেয়ে বুধবার স্কুলে যায় সংশ্লিষ্ট জুনপুট কোস্টাল থানার পুলিস। পুলিস সরেজমিনে সবকিছু খতিয়ে দেখে। পরিস্থিতি নিরসনে রাতে এলাকায় টহলদারির ব্যবস্থা করা হবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, কাঁথি-শৌলা রাস্তায় বটতলা মোড় থেকে স্কুলের খেলার মাঠ পর্যন্ত ঢালাই রাস্তা রয়েছে। স্কুলের মাঠ সহ রাস্তার মোড়ে তিন-চার জায়গায় রাত হলেই মদ্যপ ও গাঁজাখোরদের আড্ডা বসে যায় বলে অভিযোগ। স্কুলের বাউন্ডারি ওয়াল ও মেন গেটের ঠিক পাশ দিয়ে গিয়েছে ঢালাই রাস্তাটি। গেটের দিক উল্টোদিকে রাস্তার পাশেই রয়েছে খেলার মাঠ। খেলার মাঠেই সতর্কীকরণ নোটিস টাঙানো রয়েছে। সেখানে সূর্যাস্তের পর খেলার মাঠ ক্যাম্পাস ছাড়ার বার্তা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও রাত বাড়লে মদ্যপ-গাঁজাখোরদের আড্ডা বসে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই স্কুল ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় দেখেন, এক টোটোচালক গেটের কাছে রাস্তার উপরই টোটো রেখে ফোনে কথা বলছে। তিনি ওই টোটোচালককে ক্যাম্পাস ত্যাগ করে যেতে বলেন। তখন টোটোচালক সহ স্থানীয় কয়েকজন যুবক তাঁকেই উদ্দেশ্য করে  কটূক্তি করে বলে অভিযোগ। এরপরই তিনি নিরাপত্তার দাবিতে থানায় বিষয়টি জানান। তারপর পুলিসের এই পদক্ষেপ। বসন্তবাবু বলেন, অনেক সময় বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে শিশুদের পার্কে খালি মদের বোতল ছুড়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। এমনকী ইতিপূর্বে মদ্যপ অবস্থায় ইট-পাটকেল ছুড়ে স্কুলের গেটের ক্ষতি করেছে এবং সিসি ক্যামেরা ভেঙে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে দুষ্কৃতীরা। আমরা পুলিসকে সমস্ত ঘটনার কথা বিশদভাবে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছি। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা