দক্ষিণবঙ্গ

পঞ্চদশ অর্থ কমিশনের ১০০ শতাংশ কাজের টেন্ডার, ওয়ার্ক অর্ডার শেষ করল পশ্চিম মেদিনীপুর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পঞ্চদশ অর্থকমিশনের ১০০ শতাংশ কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডার শেষ করল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। মূলত রাজ্যের বড় জেলাগুলিকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর। ইতিমধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের ১১৭ কোটি ৯০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। প্রতিদিন গড়ে খরচ হচ্ছে ১ কোটি ৮২ লক্ষ টাকা।
জেলা প্রশাসনের আধিকারিকরা বলেন, গত দু’মাস আগে মেদিনীপুর জেলা রাজ্যের মধ্যে মাঝামাঝি স্থানে ছিল। বর্তমানে রাজ্যের মধ্যে এই জেলা চতুর্থ স্থানে উঠে এসেছে। এই স্থান রাজ্যের বড় জেলাগুলির মধ্যে দ্বিতীয় বলে জানা গিয়েছে। একইসঙ্গে পঞ্চদশ অর্থকমিশনের টাকায় বিপুল পরিমাণে প্রকল্পের রূপায়ণ হচ্ছে। এরফলে উপকৃত হবেন কয়েক হাজার গ্রামের মানুষ।
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, পঞ্চদশ অর্থকমিশনে বিপুল পরিমাণে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর ফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। ১০০ শতাংশ টেন্ডার ও ওয়ার্ক অর্ডার প্রক্রিয়া হয়েছে। সাধারণ মানুষের পাশে সর্বদা জেলা প্রশাসন রয়েছে। রাজ্যের মধ্যে এই জেলার স্থান অনেকটাই ভালো। কাজের গুণমান যাতে ভালো হয় সেদিকেও নজরদারি চালানো হচ্ছে। 
প্রসঙ্গত, রাজ্য সরকারের তরফে পুরসভা এলাকার পাশাপাশি পঞ্চায়েত স্তরে উন্নয়নের উপরেও জোর দেওয়া হচ্ছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে জেলার প্রতিটি পঞ্চায়েত এলাকা ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন। সেইমতো জেলা প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়ে গিয়েছে। বহু এলাকায় পানীয় জল, নিকাশি নালা, শৌচাগারের সমস্যার সমাধান হয়েছে। উপকৃত হচ্ছেন গ্রামীণ এলাকার লক্ষাধিক মানুষ। জেলা প্রশাসন চাইছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় সাধারণ মানুষের জন্য আরও শতাধিক প্রকল্পের রূপায়ণ করতে।  
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থকমিশনে জেলায় ১৭৮ কোটি ৭ লক্ষ টাকা ছিল। প্রশাসনের তরফে দ্রুত কাজের নির্দেশ দেওয়া হয়। সেইমতো কাজ শুরু করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। এখনও পর্যন্ত কেশপুর ব্লকে প্রায় ৯৮ শতাংশ, দাসপুর ব্লকে ৮৯ শতাংশ, ডেবরা ব্লকে ৮৯ শতাংশ, চন্দ্রকোণা-২ ব্লকে ৮৭ শতাংশ, মোহনপুর ব্লকে ৮৭ শতাংশ টাকা খরচ হয়ে গিয়েছে। পাশাপাশি জেলার বাকি ব্লকগুলিতেও জোরকদমে কাজ চলছে। জেলার বড় প্রকল্পগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। 
জানা গিয়েছে, অর্থ কমিশনের টাকা খরচের পর্যালোচনা করতে একাধিক বৈঠকও করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। ভালো কাজের জন্য বেশকিছু ব্লককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এরপর ধীরে ধীরে ছবিটা বদলে যায়। রাজ্যের মধ্যে উপরের সারিতে জায়গা করে নেয় পশ্চিম মেদিনীপুর জেলা। 
কেশপুরের বাসিন্দা স্বপন মণ্ডল বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় এলাকায় বহু কাজ হয়েছে। ব্লক প্রশাসনের তরফে পর্যবেক্ষণ করে গিয়েছে। আগে জলের সমস্যায় খুব ভুগতে হতো। এখন রাস্তা, জলের সমস্যা আর নেই।
 
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা