বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

২২ লক্ষ টাকার হেরোইন সহ ধৃত রানিতলার যুবক, চাঞ্চল্য

সংবাদদাতা, লালবাগ: শিক্ষাগত যোগ্যতা বি টেক উত্তীর্ণ। এলাকায় ভালো ও মেধাবী ছেলে বলে পরিচিত। রানিতলা থানার পূর্ব নাজিরচকের বাসিন্দা ফারুক আবদুল্লা হতে পারতেন নামকরা ইঞ্জিনিয়ার। কিন্তু তিনি কি না হয়ে উঠলেন মাদক কারবারি! বাংলাদেশে হেরোইন পাচারেও ফারুক যুক্ত বলে অভিযোগ। 
মঙ্গলবার গভীর রাতে কৃতী ছাত্রের কীর্তি ফাঁস করে দেয় ১৪৯ নম্বর বিএসএফ ও রানিতলা থানার পুলিস। তাদের যৌথ অভিযানে ফারুক ধরা পড়ে যায়। তাঁর শোয়ার ঘর থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণ হেরোইন। বুধবার ধৃতকে বহরমপুরে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয়। ভগবানগোলা এসডিপিও উত্তম গরাই বলেন, ‘সোর্সের নির্দিষ্ট খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ওই যুবকের বাড়িতে অভিযান চালানো হয়। বিপদ বুঝে সে বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিএসএফ জওয়ান ও পুলিস বাড়ির চারিদিকে ঘিরে থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই যুবকের শোয়ার ঘরে তল্লাশি চালানোর সময় শোকেসের গোপন লকার থেকে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়। মাদকদ্রব্য মজুত রাখার জন্য লকারটি বিশেষভাবে বানানো হয়েছিল। সুযোগ বুঝে বাংলাদেশে পাচারের জন্য হেরোইন মজুত রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য প্রায় ২২ লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফারুক ছোটবেলা থেকেই এলাকায় ভালো ও মেধাবী ছেলে বলে পরিচিত। এক বছর আগে উত্তর ২৪ পরগনার বারাকপুরের একটি বেসরকারি কলেজ থেকে বি টেক পাশ করেন। তার পর পূর্ব নাজিরপুরের বাড়িতেই থাকছিলেন। বুধবার সকালে ফারুকের কাণ্ডকারখানা জানাজানি হতেই পূর্ব নাজিরচকে শোরগোল পড়ে যায়। এলাকার অনেকেই বিশ্বাসই করতে পারছেন না ফারুক হেরোইন কারবারি। খবরটি শোনার পর অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন। এলাকার প্রবীণ বাসিন্দা দিলদার শেখ বলছিলেন, ‘ওকে চোখের সামনে বড় হতে দেখলাম। সবসময় পড়াশোনা নিয়েই থাকতে দেখেছি। খবরটা শোনার পর নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না।’ এক সঙ্গে গ্রামের স্কুলে পড়াশোনা করেছেন রাজেশ শেখ। তাঁর কথায়, ‘সকালে প্রতিবেশীর মুখে খবরটা শুনলাম। ও যে মাদক কারবারে জড়িয়ে পড়বে তা ভাবতেই পারছি না। বিএসএফের এক আধিকারিক বলেন, বিভাগীয় গোয়েন্দা সূত্রে খবর ছিল ওই যুবক গত কয়েক মাস ধরে মাদক কারবার চালাচ্ছে। সম্প্রতি নদীয়া থেকে মাদকদ্রব্য এনে নিজের বাড়িতে মজুত রেখেছে। খবর নিশ্চিত হতেই রানিতলা থানার পুলিসকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার গভীর রাতে পুলিসের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা