বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

আউশগ্রামে দীর্ঘদিন হিমঘর বন্ধ থাকায় বিপাকে চাষিরা, অসুবিধা ফসল সংরক্ষণে

সংবাদদাতা, মানকর: এলাকার একমাত্র হিমঘরটি বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে বছরভর বিভিন্ন ফসলের চাষ হলেও কাঁকসা, বুদবুদ, আউশগ্রাম-২ ব্লকের বেশ কিছু এলাকার চাষিরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই তা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। চাষিরা জানান, এলাকায় হিমঘর চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। এদিকে বন্ধ থাকা হিমঘর কর্তৃপক্ষের দাবি নতুন করে চালু করার উদ্যোগ নেওয়া হলেও নিকাশি ব্যবস্থা যথাযথ না থাকার জন্য প্রায় সারা বছরই হিমঘর এলাকায় জল জমে থাকে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। আউশগ্রাম-২ ব্লকের বিডিও চিন্ময় দাস বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন।
জানা গিয়েছে, আগে চাষিরা আউশগ্রাম-২ ব্লকের কোটা পঞ্চায়েতের অন্তর্গত পানাগড় রেল ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই হিমঘরটি ব্যবহার করতেন। কিন্তু দীর্ঘ সময় ধরে সেটি বন্ধ হয়ে রয়েছে। ফলে ফসল রাখতে গেলে প্রায় ৩০ কিলোমিটার উজিয়ে গলসি বা আউশগ্রামে কখনও প্রায় ৫৪ কিলোমিটার দূরে বর্ধমান যেতে হচ্ছে কাঁকসা, সিলামপুর, বুদবুদ, মানকর এলাকার চাষিদের। চাষিরা জানান, আমাদের এলাকাতে সারা বছর বিভিন্ন ফসলের চাষাবাদ হয়। ধান, আলুর উৎপাদনও প্রচুর হয়। কিন্তু এলাকায় হিমঘর না থাকায় সমস্যা হচ্ছে। প্রথমত ছোট-বড় বিভিন্ন গাড়ি করে ফসল নিয়ে যাওয়ায় চাষের খরচ বেড়ে যাচ্ছে। 
দ্বিতীয়ত ওই হিমঘরগুলিতে গলসি ও আউশগ্রাম এলাকার চাষিদের ফসল রাখার জন্য অগ্রাধিকার দেওয়া হয়। এলাকার চাষি শেখ শরিফ মণ্ডল বলেন, পানাগড়ে হিমঘর না থাকায় চাষিদের সমস্যা হচ্ছে। চাষে লোকসান হচ্ছে। পানাগড়ের হিমঘর চালু হলে খুব উপকার হবে। কেন হিমঘরটি চালু করা যাচ্ছে না? হিমঘরের সুপারভাইজার পঞ্চানন সামন্ত বলেন, গত তিন বছর ধরে আমরা হিমঘরটি চালু করার চেষ্টা করছি। কিন্তু সব ব্যবস্থা করা হলেও জল নিকাশি ব্যবস্থা না থাকার জন্য মেশিন ঘরে যাওয়া যাচ্ছে না। বর্ষার জল সারা বছর ধরে জমে থাকে। পার্শ্ববর্তী সমস্ত মাঠের জল এখানে এসে জমা হয়। প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। হিমঘর কর্তৃপক্ষের তরফে জানানো হয় জল জমে থাকার ফলে বড় গাড়িও ঢুকছে না। ফলে হিমঘর চালু করা যাচ্ছে না। চালু হলে এলাকার চাষিদের উপকার হবে। পাশাপাশি এলাকায় কর্মসংস্থান হবে। 
বিষয়টি নিয়ে বিজেপি নেতা রমন শর্মা অভিযোগ করে বলেন, হিমঘরটি জলমগ্ন হয়ে থাকে। প্রশাসন এতদিন ধরে একটা নিকাশি ব্যবস্থা করতে পারল না। কৃষি বা শিল্পে নজর নেই এই সরকারের। কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মণ্ডল বলেন, অনেকবার নিকাশি সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু বিভিন্ন কারণে তা বুজিয়ে দেওয়া হচ্ছে।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা