দক্ষিণবঙ্গ

পাড়ার প্রাথমিক বিদ্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভ

সংবাদদাতা, রঘুনাথপুর: বুধবার পাড়া ব্লকের দেউলি প্রাথমিক বিদ্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখান। এদিন বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ চলে। তাঁদের অভিযোগ, বর্তমানে প্রতিটি বিদ্যালয়ে রান্নার কাজ করা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে দু’জনকে জেলা প্রশাসনের তরফে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ব্লকে প্রশিক্ষণের কাজ চলছে। রান্না করা, গ্যাস জ্বালানো, খাবার পরিবেশন, খাবার তৈরি সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিদ্যালয়েরও দু’জনকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের না জানিয়েই তাঁদের প্রশিক্ষণের জন্য পাঠিয়েছে বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষ অনিয়ম করেছে। এই অভিযোগ তুলে এদিন প্রায় পাঁচটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখান।
এদিন বিক্ষোভে শামিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কবিতা পরামানিক বলেন, সব গোষ্ঠীর মহিলাদের না জানিয়েই বিদ্যালয়ের তরফে দু’টি গোষ্ঠীর দু’জন মহিলাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সমস্ত বিষয়টি নিয়ম মেনে করা হয়নি। স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ মাহাত, নীলকমল মাহাতর আবার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সময়ে আসেন না। মিড ডে মিল ঠিকমতো দেওয়া হয় না। এনিয়ে অবর বিদ্যালয় পরিদর্শককে লিখিত অভিযোগ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দীপ্তি দাস বলেন, এদিন বিশেষ কাজে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে ছিলাম। বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে পড়াশোনা কেমন হয়।
15d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা