ব্ল্যাকবোর্ড

শতবর্ষে গুরু

কলকাতায় লিভার ব্রাদার্সের কারখানায় টেলিফোন অপারেটরের চাকরিটা পেয়েই বাবা-মায়ের কাছে তার করেছিলেন বসন্তকুমার শিবশঙ্কর পাড়ুকোন। লিভার ব্রাদার্স বিশ্ববিখ্যাত সংস্থা। মাইনেও নেহাত কম নয়। খুশি হওয়ারই কথা। কিন্তু সে খুশি বেশিদিন সইল না। চাকরিটা ছেড়েই দিলেন। আসলে ধরাবাঁধা ছকে চলা তাঁর রক্তে নেই। এর আগে আলমোড়ায় উদয়শঙ্করের ট্রুপে নাচ শিখেছেন কিছুদিন। ছোটবেলা কেটেছে ভবানীপুরে। জড়তাহীন বাংলা বলতে পারেন। রবীন্দ্রনাথ তাঁর প্রিয় কবি। লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে পাড়ি দিলেন তৎকালীন বম্বেতে, বাবা-মায়ের কাছে। সেখানে কিছুদিন এদিক ওদিক ঘোরাঘুরির পর এক কাকার দয়ায় পুনের প্রভাত ফিল্ম স্টুডিওতে চাকরি জুটে গেল। তিন বছরের চুক্তি। এই চাকরিটাই জীবনের মোড় ঘুরিয়ে দিল বসন্তকুমার পাড়ুকোনের। বসন্তকুমার থেকে তাঁর নাম পাল্টে বাবা-মা রেখেছিলেন গুরুদত্ত পাড়ুকোন। সেটাই পরবর্তীকালে ছোট হয়ে হল গুরু দত্ত। প্রভাত ফিল্ম স্টুডিওতে তাঁর আলাপ হল দেব আনন্দ আর রেহমানের সঙ্গে। তিনজন হরিহর আত্মা হয়ে গেলেন। এই বন্ধুত্ব শেষ জীবন অবধি টিকেছিল। তিনজনই তখন স্ট্রাগলার। তখনই একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল দেব আর গুরুর মধ্যে। ঠিক হয়েছিল, দেব যদি প্রথমে ফিল্ম প্রোডিউস করেন তবে গুরুকে পরিচালক হিসেবে নেবেন, আর গুরু যদি প্রথমে ফিল্ম ডিরেকশনের সুযোগ পান, তবে দেবকে নায়ক হিসেবে নেবেন। তা-ই হয়েছিল। এক সময়ে দু’জনেরই চুক্তি শেষ হয় প্রভাত স্টুডিওর সঙ্গে। গুরু মাস দশেক চাকরিহীন অবস্থায় ঘোরাঘুরির পর জ্ঞান মুখার্জি, অমিয় চক্রবর্তীর মতো তৎকালীন বিখ্যাত পরিচালকদের সহকারী হিসেবে কাজ করেন। ইতিমধ্যে দেব আনন্দ তৈরি করে ফেলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা ‘নবকেতন’। প্রথম ছবি তৈরির পরিকল্পনাও করে ফেলেছেন। চুক্তিমতো ডাক পেলেন গুরু দত্ত। নবকেতনের প্রথম ছবি ‘বাজি’ (১৯৫১) পরিচালনা করতে হবে তাঁকে। নায়ক দেব আনন্দ স্বয়ং। বাজি জিতে গেলেন গুরু, এবং দেবও। ফিল্ম সুপারহিট। ১৯২৫ সালের ৯ জুলাই জন্মেছিলেন গুরু। তাঁর শতবর্ষ চলছে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা