ব্ল্যাকবোর্ড

নদীয়ার রাস উৎসব

বৈষ্ণব রাস মানে রাধা-কৃষ্ণের ব্রজলীলা। শাক্ত রাস মানে শক্তির আরাধনা। দেবী কালিকা, দুর্গা, জগদ্ধাত্রী, অর্থাৎ শক্তির দেবীর আরাধনা করা হয় এই উৎসবে। আগে পটে পুজো হতো বলে এই পূর্ণিমাকে পট পূর্ণিমাও বলেন অনেকে। নদীয়ায় তখন বৈষ্ণব ধর্মের প্রবল দাপট। কিন্তু সেখানকার রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শক্তির উপাসক। বৈষ্ণব ধর্মের জোয়ারের মধ্যেই তিনি নবদ্বীপে প্রচলন করেন শাক্ত রাসের। ক্রমে সে রাস সার্বজনীন হয়ে উঠল। 
নদীয়ার অপর এক শহর শান্তিপুর বিখ্যাত বৈষ্ণব রাসের জন্য। কিন্তু দীর্ঘ সময় সেই রাস উৎসব ঠাকুর দালানের চার দেওয়ালের মধ্যেই আটকে ছিল। পরে চালু হয় বারোয়ারি রাস। অবশ্য নবদ্বীপে মূল রাস বিখ্যাত হলেও শান্তিপুরের আকর্ষণ ভাঙা রাসেরই। তবে শান্তিপুরের এই রাস উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানান জনশ্রুতি। জানা যায়, শ্রীকৃষ্ণের রাস উৎসব দেখার সাধ হয়েছিল মহাদেবের। রাস চলাকালীন ছদ্মবেশে সেখানে হাজির হন তিনি। কিন্তু কৃষ্ণ তাঁকে ধরে ফেলেন। অযাচিত অনুপ্রবেশের জেরে ভেঙে যায় রাস। কারণ, এই উৎসবে শ্রীকৃষ্ণ ছাড়া কোনও পুরুষের প্রবেশাধিকার ছিল না। ধরা পড়ে ক্ষুব্ধ মহাদেব ঠিক করেন, কলিকালে সকলকে রাস দর্শন করার সুযোগ দেবেন। শান্তিপুরে রাসের প্রচলন করেছিলেন অদ্বৈতাচার্য। শোনা যায়, তিনি ছিলেন শিবের অবতার। অবশ্য তাঁর সূচনা করা এই রাসে কোনও আড়ম্বর ছিল না। লোকশ্রুতি অনুযায়ী, অদ্বৈত পৌত্র মথুরেশ গোস্বামীর হাত ধরে উৎসবের চেহারা নেয় শান্তিপুরের ভাঙা রাস। এর মধ্যেই একবার বড় গোস্বামী বাড়ি থেকে উধাও হয়ে যায় রাধারমণ বিগ্রহ। তুমুল শোরগোল। দিনকয়েক পরে পাশের দিগনগর গ্রামের এক দিঘিতে মেলে সেই মূর্তি। প্রবল চিন্তায় পড়ে যায় গোস্বামী সমাজ। তাঁদের ধারণা হয়, একা বলেই হয়তো উধাও হয়ে গিয়েছিলেন রাধারমণ। তার পরেই রাধারমণের পাশে শ্রীরাধিকার মূর্তি স্থাপন করা হয়। রাস পূর্ণিমার দিনেই। সেই থেকেই প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়। কিন্তু সাধারণ মানুষ কীভাবে যোগ দেবেন? সেকথা মাথায় রেখে মানুষকে রাধারমণ-শ্রীমতীর যুগলমূর্তি দেখাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রাই ভাঙা রাসের শোভাযাত্রা নামে খ্যাত।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা