ব্ল্যাকবোর্ড

‘ফুল ফুটেছে চরণে’

বিস্মৃতির পথে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার অন্যতম ব্রত— ‘কুলকুলতি’। মূলত কুমারী মেয়েদের এই আচার পালিত হয় কার্তিক মাসজুড়ে। সাত-আট বছর বয়স থেকেই মেয়েরা এই ব্রত শুরু করে। পিতৃকুল, শ্বশুরকুল ও মামাবাড়ির বংশরক্ষার কামনার জন্য। প্রকৃত অর্থে কুলকুলতি হল এক গ্রামীণ লোকাচার। যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা হারিয়ে যাওয়া মানুষদের উদ্দেশ্যে নিবেদিত হয়ে থাকে। আবার কুলের মঙ্গল কামনাতেও পালন করা হয় এই ব্রত।
কার্তিক মাসের প্রথম দিন শুরু হয় ব্রত পালন। চলে গোটা মাস। বাড়ির উঠোন, মনসা বা তুলসীতলায় ছোট একটি গর্ত করা হয়। সেই গর্তের তিনদিকে কাদামাটি দিয়ে বানানো হয় তিনটি বেদি। সেখানে রাখা হয় একটি করে কুলপাতা। তার উপর থাকে মাটির প্রদীপ। সেই তিনটি প্রদীপের মাঝে সিঁদুরের টিপ দিয়ে সলতে ও সরষের তেল দিয়ে সেগুলি জ্বালানো হয়। গর্তের মুখে রাখা হয় মাটির পুতুল। সেগুলি প্রয়াত পূর্বপুরুষের প্রতীক। বেদির পাশে থাকে কয়েকটি সিঁড়ির মতো ধাপ। প্রচলিত বিশ্বাস, এই সিঁড়ি বেয়ে প্রয়াতরা নেমে এসে বর প্রদান করেন। আর এই ব্রতপালনে ব্যবহৃত কাঁটায় ভরা কুলডাল বংশরক্ষার প্রতীক। ফুল ও দুর্বা সহযোগে পুজো হলেও ব্রতর মূল অর্ঘ্য কুলপাতা। সারাদিন উপোস করে সন্ধ্যায় ব্রতপালনের বিভিন্ন মন্ত্র সহযোগে পুজো করা হয়। জল তোলার, প্রদীপ জ্বালনোর, পুজোর, তুলসী গাছে জল দেওয়ার ও শাঁখ বাজানোর পৃথক মন্ত্র রয়েছে। তার মধ্যে পুজোর মূল মন্ত্রটি হল: ‘কুলকুলতি কুলের বাতি, তোমার তলায় দিয়ে বাতি, অরণ ঠাকুর বরণে, ফুল ফুটেছে চরণে। এ ফুলটি যে তুলবে, সাত ভাইয়ের বংশে, সাবিত্রী সত্যবান। কার্তিক মাসে রাসে, ধুপ ধুনো বাসে, ধুপ দীপায় নমঃ।’ কার্তিক মাসের শেষে সংক্রান্তির দিন ব্রতপালন শেষ হয়। ওই সন্ধ্যায় গোটা মাসের জমানো পুজোর উপকরণ কুলোয় করে নদী, পুকুর বা অন্য জলাশয়ে ভাসানো হয়।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা