ব্ল্যাকবোর্ড

উলুবেড়িয়ায় রাসের মেলা

ক’দিন হল হাল্কা শীতের আমেজ গায়ে লাগতে শুরু করেছে। আর এই শীতেরই অন্যতম উৎসব রাসমেলা। রাজ্যের নানা প্রান্তে ছোট হোক বা বড়,  এই রাস উৎসব ঘিরে উৎসাহের কোনও খামতি থাকে না। তবে হুগলি নদীর নয়নাভিরাম শোভা উপভোগ করতে করতে যদি রাধাগোবিন্দের এই পবিত্র লীলার অভিজ্ঞতা নেওয়া যায়, তাহলে মেলার আকর্ষণ যে বেশ কয়েকগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। হাওড়া জেলায় উলুবেড়িয়া আনন্দময়ী কালীমাতার মন্দিরের রাসমেলায় তাই তিল ধারণের জায়গা থাকে না।  শান্ত, স্নিগ্ধ হুগলি নদী। দূরে ভেসে বেড়াচ্ছে ছোট ছোট নৌকা। জল থেকে চোখ ফেরালেই মন্দির। শ্বেতশুভ্র সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলেই মূল মন্দিরের লাগোয়া আরও পাঁচটি থান নজরে পড়ে। মা দুর্গা, দেবী সাবিত্রী, রাধামাধব, দেবাদিদেব মহেশ্বর এবং বজরংবলি বিরাজ করছেন এই আনন্দময়ী চত্বরেই। একে একে সেই মন্দিরগুলি পেরনোর পরই মূল মন্দির, কালীমাতার। আর ঠিক এই মন্দিরের বাইরেই রাসমঞ্চ। ভগবান আর ভক্ত সমাগমে শুক্রবার থেকেই সেজে উঠতে শুরু করেছে এই চত্বর। শুধু রাসমঞ্চই নয়। মেলা ঘিরে আসর জমিয়েছে খেলনা, বাসন, খাবার-দাবার থেকে শুরু করে নানা ধরনের দোকান। মনোরঞ্জনের জন্য রয়েছে নাগরদোলা সহ আরও অনেক রাইড। এই রাসমেলা চলবে একমাস। 
এই বছর উলুবেড়িয়া কালীবাড়ির রাস উৎসব ৭৪ বছরে পড়ল। মেলা প্রাঙ্গণে এখন থেকেই ভিড় জমতে শুরু করলেও এর আনুষ্ঠানিক সূচনা আগামী ২৪ নভেম্বর। শেষ হবে ২৬ ডিসেম্বর। তাই এখন থেকেই উৎসবের মেজাজ উলুবেড়িয়াজুড়ে। গোটা হাওড়া জেলার নানা প্রান্ত থেকেই মানুষ এখানে ভিড় জমান। কাজেই কালীবাড়ি কর্তৃপক্ষ এখন থেকেই প্রস্তুত। ভিড় সামলানোর দাওয়াই হিসেবে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। রাধাকৃষ্ণের প্রথামাফিক পুজো পূর্ণিমাতেই সম্পন্ন হয়েছে।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা