ব্ল্যাকবোর্ড

দুই রাস্তার নামকরণ

কথায় বলে, ‘নামে কী বা আসে যায়!’ কিন্তু নামের সঙ্গে জড়িয়ে থাকে অনেক কিছুই। বিশেষত রাস্তার ক্ষেত্রে। নাহলে দিকভ্রষ্ট হওয়ার আশঙ্কা প্রবল। তাছাড়া এই নামকরণের সঙ্গে জড়িয়ে থাকে  অনেক পুরনো ইতিহাস। ঐতিহ্য। তবে নামকরণ নিয়েও আছে নানা মত। 
প্রথমেই পা রাখা যাক শ্যামপুকুর স্ট্রিটে। এই রাস্তার নামকরণ নিয়ে একাধিক বহুল প্রচলিত মত আছে। ‘শ্যাম’-এর নাম অনুসারে যে এই এলাকার নাম শ্যামপুকুর, তা নিয়ে সকলেই প্রায় একমত। কিন্তু গোল বেধেছে পদবিতে। উত্তর কলকাতা ও শহরতলির বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়, শ্যাম বসাকের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় শ্যামপুকুর স্ট্রিট। এই অঞ্চলে শ্যাম বসাকের মস্ত বড় একটি পুকুর ছিল। তাঁরই নামে এই এলাকার নাম হয় শ্যামপুকুর। 
এদিকে,  শ্যামল ঘোষ সম্পাদিত ‘দেশকাল’ পত্রিকায় ১৯৯৫ সালের এপ্রিল মাসের  ‘দৃষ্টিপাত’ সংখ্যায় ‘নাম দিয়ে যায় চেনা’ নিবন্ধে উল্লেখ রয়েছে—‘প্রাণকৃষ্ণ দত্ত তাঁর ‘নব্য ভারত’ প্রবন্ধ লিখছেন—‘পূর্বে শ্যামাচরণ মুখোপাধ্যায় বলে এক ব্রাহ্মণ এই অঞ্চলে বাস করতেন। তাঁর বাটির সামনে নিজের খরচে খোঁড়া দিঘির নামই শ্যামপুকুর। শ্যামবাজার তাঁরই সম্পত্তি।’ 
আর সরকারি নথি কী বলছে? কলকাতা পুরসভার প্রতিবেদনে দেখা যায়, এই অঞ্চলে শ্যাম মল্লিকের একটি মস্ত বড় দিঘি ছিল। সেটি ভরাট করার পর এক বিরাট অঞ্চল পাওয়া যায়। যা শ্যামপুকুর নামে খ্যাত। এবার হাঁটতে হাঁটতে ভূপেন বোস অ্যাভিনিউতে পা রাখলাম আমরা। যে রাস্তাটির শ্যামবাজারে মোড় থেকে চলে গিয়েছে শ্যামপুকুর রাজবল্লভ পাড়ার দিকে। এই রাস্তার নামকরণ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ভূপেন্দ্রনাথ বসুর নামে। ভূপেন বসুর রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে। কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন।
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা