বিনোদন

স্বমহিমায় মহিমা

প্রায় আট বছর পর দ্বিতীয় ইনিংস খেলতে ফিল্মি ময়দানে নামলেন অভিনেত্রী মহিমা চৌধুরী। দিন কয়েক আগে মুক্তিপ্রাপ্ত জিফাইভ-এর ‘দ্য সিগনেচার’ ছবিতে দেখা গেল তাঁকে। অসুস্থতার পর নতুন জার্নির অভিজ্ঞতা ভাগ করে নিলেন নায়িকা।
দ্বিতীয় ইনিংস 
আট বছর পর আবার স্বমহিমায় মহিমা। অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংসে পৌঁছে কেমন লাগছে? মহিমা বললেন, ‘এত বছর পর ফিরে এসে দর্শকের ভালোবাসা পেয়ে দারুণ লাগছে। ‘দ্য সিগনেচার’-এর শ্যুটিংয়ের সময়ও আমার ক্যান্সারের চিকিৎসা চলছিল। ঘোরের মধ্যে ছিলাম। নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করতাম।’
বদলেছে ইন্ডাস্ট্রি 
গত আট বছরে বলিউড ইন্ডাস্ট্রি বদলেছে অনেকটাই। মহিলাদের গুরুত্ব অনেকটাই বেড়েছে বলে মনে করেন মহিমা। তাঁর কথায়, ‘সত্যি বলতে ‘দ্য সিগনেচার’-এর শ্যুটিংয়ের সময় আমি অতটা খেয়াল করিনি। কিন্তু কর‍ণ জোহর প্রযোজিত ‘নাদানিয়া’ ছবির শ্যুটিংয়ের সময় দেখলাম যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচালক, সহ পরিচালক, লেখক, সম্পাদক, মেকআপ আর্টিস্ট সহ বিভিন্ন বিভাগে মেয়েদের দাপট বেশি। এই বদলটা আমার দারুণ লেগেছে। আর দেখছি এখন একজন অভিনেতার চার-পাঁচ জন ম্যানেজার! অভিনেতারা আবার নিজের সঙ্গে মেকআপ আর্টিস্ট, শেফ নিয়েও ঘোরেন। অভিনয় ছাড়া  ইভেন্ট, শো— আরও নানান উপায়ে অর্থ উপার্জন করেন। কাজের পরিধি অনেকটাই বেড়েছে। এটাও একটা ভালো দিক।’
মাতৃত্ব উপভোগ 
দীর্ঘ সময় বলিউড থেকে দূরে থাকলেও গ্ল্যামার দুনিয়ার চাকচিক্য মিস করেননি অভিনেত্রী। বরং পরিবারের সঙ্গে নানা মুহূর্ত উপভোগ করেছেন। ‘আমার মেয়ে আরিয়ানার বেড়ে ওঠার প্রতিটা মুহূর্তের সাক্ষী হতে চেয়েছিলাম। মাতৃত্বকে উপভোগ করতে চেয়েছিলাম। ওকে বাড়িতে রেখে বাইরে গিয়ে কাজ করতে চাইনি। ফলে মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে বলিউডকে মিস করার সুযোগ পাইনি’, হেসে বললেন মহিমা। মেয়ে কি মায়ের মতো অভিনেত্রী হতে চায়? স্মিত হেসে অভিনেত্রী বলেন, ‘ও এখন স্কুলে পড়ে। বড় হয়ে কী করবে, তা নিয়ে ওর উপর আমরা কোনও চাপ সৃষ্টি করতে চাই না। ও খুবই স্বাধীনচেতা। বিশেষ করে আমার চিকিৎসার সময় ও আরও বেশি স্বাবলম্বী হয়ে উঠেছে।’
কঠিন সময় 
ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ অনেকটাই সুস্থ মহিমা। কঠিন সময় পেরিয়ে এসেছেন তিনি। অসুস্থতার দিনগুলোয় নিজেকে কীভাবে অনুপ্রাণিত করতেন? অভিনেত্রীর জবাব, ‘আমি শুধু মনে মনে তখন বলতাম যে, একদিন সব ঠিক হয়ে যাবে। এর থেকে অনেক বড় লড়াই মানুষকে রোজ লড়তে হয়। বাবা, মা, বোন, মেয়ে আমাকে সবসময় সাপোর্ট করেছে।’
‘পরদেশ’-এ কেরিয়ার শুরু। তারপর থেকে নিজের মতো করে বলিউডে জায়গা তৈরি করেছেন মহিমা। আজও তাঁর অভিনয় দেখার অপেক্ষায় থাকেন দর্শক। অভিনেত্রী জানালেন, তাঁর দায়বদ্ধতাও শুধুমাত্র দর্শকের কাছেই। 
দেবারতি ভট্টাচার্য, মুম্বই
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা