বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কাজ থেকে বাদ ৩০ শ্রমিককে, চলল বিক্ষোভ

সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনিতে কর্মরত ৩০ জন অস্থায়ী শ্রমিককে ছাঁটাই করায় বাকি শ্রমিকরা শুক্রবার কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ শামিল হন। এই সিদ্ধান্তে সরব হয়েছে আইএনটিটিইউসি ও আইএনটিইউসি নেতৃত্বও। শ্রমিকদের অভিযোগ, ১০ থেকে ১৫ বছর ধরে তাঁরা কাজ করছেন। নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই  এদিন  হঠাৎ সেনা ক্যাম্পের গেটে ৩০ জন শ্রমিকের নাম দিয়ে নোটিস ঝুলিয়ে দিয়ে বলা হয়েছে তাঁদের কাজে আসত না। এই ঘটনায় সেখানে কর্মরত পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন। দীপক মল্লিক নামের এক শ্রমিক বলেন, ১২ বছর ধরে কাজ করছি। এদিন এসে দেখি কাজ থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। স্ত্রী অসুস্থ। বাচ্চাদের নিয়ে কীভাবে এখন সংসার চালাব। আমাদের কাজ দিতেই হবে। বিকি মল্লিক নামে আরএক শ্রমিক বলেন, আগে কোনওরকম নোটিস দেওয়া হয়নি। নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই আমাদের কাজ থেকে বের করে দেওয়া হল। ১৫ বছর ধরে কাজ করছি। স্ত্রী-সন্তান নিয়ে পথে বসতে হবে। অবিলম্বে আমাদের কাজে পুনর্বহাল করতে হবে, নাহলে আন্দোলন চলবে। 
এদিকে, আইএনটিটিইউসি’র নকশালবাড়ি ব্লক সভাপতি মজিদ মিয়াঁ বলেন, শ্রমিকদের কাজ হারানোর খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আমাদের সংগঠন শ্রমিকদের পাশে আছে। তাঁরা ঠিকাদার নিযুক্ত শ্রমিক। ঠিকাদার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সমাধানের চেষ্টা করব। আইএনটিইউসি’র ব্লক সভাপতি রমেশ রাম জানান, শ্রমিকদের সঙ্গে অন্যায় করা হয়েছে। তাঁদের পুনর্বহাল করা না হলে আন্দোলন জোরদার করা হবে। 
ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সুখবিন্দর সিং বলেন, কোম্পানি রাজস্থানের। প্রতিদিন এখান থেকে শ্রমিকদের উপস্থিতির বিষয়টি জানানো হয়। তাঁদের কাজের ব্যাপারে রিপোর্ট যায়। সেখানে থেকেই সেই রিপোর্ট বিশ্লেষণ করে নোটিসটি এসেছে। এর বেশিকিছু আমার জানা নেই।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা