বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

কুম্ভে গিয়েছেন দম্পতি, আলিপুরদুয়ারের পশ্চিম জিৎপুরে ফাঁকা বাড়িতে চুরি

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার রেল জংশনের পশ্চিম জিৎপুরের বাসিন্দা গিরিজানাথ পাণ্ডে। চার দিন আগে সস্ত্রীক কুম্ভে গিয়েছেন। চাকরি সূত্রে গিরিজানাথবাবুর চার ছেলেও বাইরে থাকেন। সেই সুযোগে তাঁর বাড়ির ঘরের দরজা ভেঙে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে পশ্চিম জিৎপুরের দুঃসাহসিক এই চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে সোনা ও টাকা ছাড়া দুষ্কৃতীরা আর কিছুতে হাত দেয়নি।
স্থানীয়দের কাছে এই চুরির খবর পেয়ে শুক্রবার সকালে বাড়িতে তদন্তে আসে জংশন ফাঁড়ির পুলিস। বাড়ির সমস্ত কিছু খতিয়ে দেখে তারা। ওই বাড়ির উল্টো দিকের একটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে পুলিস। গিরিজানাথবাবুর বাড়ির গোরু দেখাশোনা করে স্থানীয় এক যুবক। তাঁর কাছেই বাড়ির গেটের চাবি দিয়ে গিয়েছিলেন গিরিজানাথবাবুরা। 
শুক্রবার সকালে ওই যুবক গোরু বের করতে এসে দেখেন গেটের তালা ভাঙা। একইভাবে বাড়ির পর পর পাঁচটি রুমের দরজার তালাও ভাঙা। প্রতিটি ঘরের আলমারির তালা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। চুরির খবর পেয়ে শুক্রবার দুপুরেই শিলিগুড়ি থেকে বাড়িতে চলে আসেন গিরিজানাথবাবুর এক ছেলে দুর্গেশ পাণ্ডে। দুর্গেশবাবু বলেন, আমরা কেউই বাড়িতে থাকি না। বাড়িতে শুধু বাবা আর মা থাকেন। বাবা মা চার দিন আগে কুম্ভে গিয়েছেন। 
দুর্গেশবাবু বলেন, দুষ্কৃতীরা কীভাবে পাঁচটি রুমের দরজা ভাঙল বুঝতে পারছি না। প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে গিয়েছে। কিছু নগদ টাকাও নিয়ে গিয়েছে। চুরির ঘটনাটি পুলিসকে জানিয়েছি। 
আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, জংশনের জিৎপুরে একটি চুরির ঘটনা ঘটেছে। ওই চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়েছে দুষ্কৃতীরা।
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা