বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বিক্ষোভের মুখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের বিক্ষোভের মুখে পড়লেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়। দীর্ঘ আড়াই মাস পর শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের একাংশ অশিক্ষক কর্মী উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু তিনি আলোচনায় না বসায় অশিক্ষক কর্মীরা উপাচার্যের গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন। তাতে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়ায়। কর্মচারীদের বক্তব্য, উপাচার্য অসহযোগিতা করছেন। তিনি সময় দিয়েও আলোচনায় বসেননি এদিন। এটা মানা যায় না। উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমার এদিন একাধিক কর্মসূচি ছিল। তাই তাঁদের সঙ্গে আলোচনায় বসতে পারিনি। তবে তাঁদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের একটাই দাবি, একজন অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহার করতে হবে। বলেছি বিষয়টিতে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী এগোচ্ছে।   প্রায় সাত মাস আগে বিশ্ববিদ্যালয়ের এক অশিক্ষক কর্মী তথা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা তপন নাগকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয়। যা নিয়ে দীর্ঘ সময় ধরেই আন্দোলন চলছিল। গত বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে সেরকমই একটি বিক্ষোভ চরম আকার নেয়। বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হয়ে উপাচার্য অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় আড়াই মাস উপাচার্য কর্ণজোড়ায় তাঁর বাংলো থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজ সামলাচ্ছিলেন। তাই দীর্ঘদিন ধরেই উপাচার্যের বিশ্ববিদ্যালয়ে আসার অপেক্ষায় ছিলেন অশিক্ষক কর্মীরা। এদিন কর্মীরা ওই অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে চেয়ে সময় চান। অভিযোগ, উপাচার্য আলোচনায় বসার সময় দিলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এরপর তিনি তাঁর কাজে বেরিয়ে যান। 
সমিতির বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস বলেন, অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহারের ব্যাপারেই আলোচনা চেয়েছিলাম। কারণ প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। এদিন জেলাশাসকের দপ্তরে বৈঠক আছে বলে অজুহাত দিয়ে সাময়িক কথা বলে উপাচার্য  বেরিয়ে গেলেন। তিনি বলেছেন, সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। পদে থেকে আমাদের অসৌজন্যতা দেখালেন তিনি। - নিজস্ব চিত্র
17h 17m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও কর্মের আর্থিক সংস্থান নিয়ে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। আর্থিক ঝুঁকি নেবার আগে দুবার...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৮ টাকা ৮৭.৬২ টাকা
পাউন্ড ১০৭.৮৬ টাকা ১১১.৬২ টাকা
ইউরো ৮৯.১৯ টাকা ৯২.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা