উত্তরবঙ্গ

এসপি’র উদ্যোগে ঝড়ে পড়ে যাওয়া বৃক্ষ পুনঃস্থাপন
 

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ঝড়ে পড়ে যাওয়া একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছকে মঙ্গলবার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্যের উদ্যোগে পুনঃস্থাপন করা হল। কোচবিহার শহরের আর্মি ক্যাম্পাস সংলগ্ন রাস্তার ধারে বহু প্রাচীন অশ্বত্থ গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ঝড়ে গাছটি পড়ে যাওয়ার পর এসপি’র নজরে আসে। মঙ্গলবারই তিনি টাউন সাব ইন্সপেক্টর রাহুল তালুকদারকে ফোন করে বিষয়টি জানান। এরপরেই ক্রেন নিয়ে এসে গাছটি আগের জায়গায় পুনঃস্থাপন করা হয়। পরে এসপি নিজে এসে পুরো কাজটি খতিয়ে দেখেন। 
কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য বলেন, দুই-তিনদিন আগে ঝড়ে অশ্বত্থ গাছটি পড়ে যায়। রাস্তার উপরে পড়েছিল গাছটি। স্থানীয়রা ডালপালা ছেঁটে রাস্তা পরিষ্কার করে দেন। তবে গাছটির শিকড় অক্ষত ছিল। পড়ে যাওয়া গাছটিকে দাঁড় করানোর ব্যবস্থা করা হল। টাউন সাব ইন্সপেক্টরের তত্ত্বাবধানে এটা করা হয়েছে। আশা করি, গাছটি তার পুরানো অবস্থায় ফিরে আসবে। এর আগে তোর্সা নদীর চরে খালি পায়ে দীর্ঘপথ হেঁটে এসপি’কে গাছ লাগাতে দেখা গিয়েছিল। আবার প্রবল গরমের সময় তাঁকে দেখা গিয়েছে মই লাগিয়ে গাছে উঠে পাখিদের জন্য মাটির পাত্রে জল রাখতে। কখনও আবার পিচের ধোঁয়া থেকে পাখিদের রক্ষা করতে নিজেই ময়দানে নেমেছেন এসপি। গাছ, পাখি, পথকুকুরের প্রতি তাঁর এই অনন্য ভালোবাসা তাঁকে পুলিস সুপারের পাশাপাশি পরিবেশপ্রেমী হিসেবে চিহ্নিত করেছে। শুধু তাই নয়, তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কোচবিহারের বিভিন্ন জায়গা নিয়ে কার্টুন, ছবি আঁকা, তার তথ্য তুলে ধরার কাজ করছেন। স্বল্প দৈর্ঘের ছবি, অভিনয়, লেখালেখিতে দক্ষ দ্যুতিমান ভট্টাচার্যের বেশকিছু বইও প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে তিনি কড়াহাতে জেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসব কাজও করছেন। এতো ব্যস্ততার মাঝেও মাটিতে পড়ে যাওয়া অশ্বত্থ গাছকে ফের বাঁচিয়ে তুলতে তাঁর এই উদ্যোগ প্রশংসনীয়।
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা