বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

১ কোটির টেন্ডারে ৩০ শতাংশ ‘ঘুষ’! প্রাণী সম্পদ কর্তার আয় বর্হিভূত সম্পত্তির নথিতে হতবাক কোর্ট

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: গোরুর ‘আধার কার্ড’! মানে, গৃহপালিত চতুর্ষ্পদের কানে ফুটো করে ঝুলিয়ে দেওয়া পরিচয়পত্র, ইংরেজিতে ‘কাউ ইয়ার ট্যাগ’। সেই ট্যাগ লাগানোর বরাত পাওয়া ভিনরাজ্যের সংস্থা থেকে ‘ঘুষ’ খেয়েছেন খোদ প্রাণী সম্পদের দপ্তরের ডিরেক্টর পদমর্যাদার এক কর্তা! বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের কর্মরত। অভিযোগ, কোটি টাকার টেন্ডার পাইয়ে দিতে কাটমানি নিয়েছিলেন ৩০ লক্ষ টাকা। ভিনরাজ্যের ওই সংস্থার  থেকে মেলা কাটমানির সেই অর্থ ঢুকিয়ে নিয়েছিলেন পরিবারের দুই সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। শুধু ‘কাউ ইয়ার ট্যাগ’এর কাটমানিই নয়, প্রাণী সম্পদ কর্তার আয় বর্হিভূত আরও ৩০ লক্ষ টাকা কামাইয়ের নথি আদালতে জমা দিয়েছে দুর্নীতি দমন শাখা। নথি দেখে আশ্চর্য আদালতও! সংশ্লিষ্ট ন্যায়ালয়ের নির্দেশে সরকারি ওই কর্তার বারাসতের বাড়িতে খানাতল্লাশি হয়েছে। মিলেছে ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত নানা নথি।  
আদালত সূত্রে খবর, তদন্তকারীদের তরফে জমা পড়া নথি থেকে জানা যাচ্ছে, রাজ্যে গোরুর মোট সংখ্যা এবং তাদের ঠিকুজি-কুষ্ঠির হদিশ রাখার জন্য ‘ইয়ার  ট্যাগ’ লাগানোর সিদ্ধান্ত নেয় প্রাণী সম্পদ দপ্তর। যাতে ট্যাগ চালু হলে পাচারের সময় সহজে চিহ্নিত করা যায় চর্তুষ্পদটিকে। সেই লক্ষ্যকে সামনে রেখেই ইয়ার ট্যা঩গের জন্য গত ২০১৭ সালে টেন্ডার ডাকা হয়। চণ্ডীগড়ের একটি সংস্থা এই কাজের জন্য এক কোটি টাকার বরাত পায়। তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার পর পেমেন্টের জন্য বিল প্রাণী সম্পদ দপ্তরকে পাঠায়। কিন্তু অর্থ দপ্তরের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিলটি পাঠানো হচ্ছিল না। আদালতে কোম্পানির অভিযোগ খতিয়ে দেখে জানতে পারে, এটি আটকে রেখেছিলেন ওই ডিরেক্টর। অভিযোগ, বিল পাস করানোর জন্য তিনি বিপুল পরিমাণ ঘুষ নিয়েছেন। যার পরিমাণ প্রায় টেন্ডার মানির ৩০ শতাংশ। 
অভিযোগ জমা পড়ার পর ওই ডিরেক্টরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে নবান্ন। ওই আধিকারিককে প্রশ্নের মুখে পড়তে হয়। দেখা যায় অভিযোগের বাস্তবতা রয়েছে। তারপরই দুর্নীতি দমন শাখাকে নির্দেশ দেওয়া হয় কেস শুরু করতে। তারা দুর্নীতি ও আয় বহির্ভুত সম্পত্তির মামলা রুজু করে। আদালতে জমা পড়া এফআইআর থেকে জানা যাচ্ছে,ওই আধিকারিক ধাপে ধাপে টাকা নিয়েছেন। ২০১৭ থেকে ২০২২’এর মধ্যে তাঁর সম্পত্তি বেড়েছে রকেট গতিতে। ওই অফিসারের বেতনের স্লিপ, আয়কর রিটার্নের কপি জমা পড়ে আদালতে। নথিতে বলা হয়েছে, এই পাঁচটি অর্থিক বর্ষে  তাঁর আয় ছিল আনুমানিক ৩৫ লক্ষের কিছুটা বেশি। অথচ তাঁর পরিবারের নামে খোলা একাধিক অ্যাকাউন্টে এই সময়কালে নগদ জমা পড়েছে ৩০ লক্ষ টাকা। যা দেখে আদালত আশ্চর্য হয়ে গিয়েছে। এই পর্বে বিভিন্ন শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড ও একাধিক সার্টিফিকেটও কিনেছেন ওই ডিরেক্টর। যার পরিমাণ কমবেশি ৩০ লক্ষ। সবমিলিয়ে তাঁর আয় বহির্ভুত সম্পত্তির পরিমাণ ৬০ লক্ষ টাকা। আদালতের প্রশ্ন এই বিপুল পরিমাণ টাকা তিনি রোজগার করলেন কী করে? আর যে টাকা বেতন পেয়েছেন, তার পুরোটাই জমানো কীভাবে সম্ভব?  তাহলে এই বিপুল পরিমাণ টাকা এল কোথা থেকে! সার্চ ওয়ারেন্ট নিয়ে প্রাণী সম্পদ কর্তার বাড়িতে খানাতল্লাশি আর ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে মেলে উত্তর। 
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা