বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সীমান্ত সুরক্ষায় পেট্রাপোলে বিএসএফ ও বিজিবির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অস্থির পরিবেশ চলছে বাংলাদেশে। তার প্রভাব বারবার পড়েছে সীমান্তে। এমন অবস্থায় বৃহস্পতিবার পেট্রাপোল সীমান্তের বেনাপোল বিওপিতে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে চোরাচালান, অনুপ্রবেশ, অপরাধ বন্ধ সহ একাধিক বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও দ্বিপাক্ষিক সম্পর্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশে অশান্তির পরিবেশে কাঁটাতারহীন এলাকা দিয়ে অনুপ্রবেশ ঘটছে। পুলিসের হাতে ধরা পড়ছেন অনেকে। অনুপ্রবেশ আটকাতে মালদহের বৈষ্ণবনগরে ভারতীয় ভূখণ্ডের মধ্যেই ফেন্সিং দেওয়ার কাজ করছিলেন বিএসএফের জওয়ানরা। সেই কাজ চলাকালীন তাতে ‘বাধা’ দেওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশ বর্ডার গার্ডের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায় সীমান্তে। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ সংবাদমাধ্যমে কোদালিয়া নদীর একাংশ ‘দখল’ নিয়ে চর্চা শুরু হয়। ভারত-বাংলাদেশের সীমান্ত লাগোয়া বাগদা দিয়ে গিয়েছে কোদালিয়া নদী। নদীর একদিকে ভারতের রণঘাট। অন্যদিকে রয়েছে বাংলাদেশের ঝিনাইদহের মাটিলা গ্রাম। অতি সম্প্রতি বাংলাদেশ বর্ডার গার্ডের এক কর্তা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকা দাবি করেছেন বলে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম প্রচার হয়। এ নিয়ে চাপানউতোর শুরু হয়। 
স্পর্শকাতর পৃথক দুই ঘটনার পরই বৃহস্পতিবার বিএসএফ ও বিজিবির আইজি পর্যায়ের বৈঠক ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিন সকাল ১১টার সময় পেট্রাপোল বর্ডারে আসেন বিএসএফের আইজি (সাউথ বেঙ্গল) মণিন্দর প্রতাপ সিং পাওয়ার। তিনি পৌঁছন বেনাপোল বিওপিতে। বৈঠকে হাজির ছিলেন বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হুমায়ুন কবির। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্তাদের উপস্থিতিতে প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে সীমান্তে সমন্বয়, শান্তি বজায় রাখার পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতায় জোর দেওয়া হয়েছে। এনিয়ে বিএসএফের আইজি (সাউথ বেঙ্গল) মণিন্দর প্রতাপ সিং পাওয়ার বলেন, এটি রুটিন বৈঠক। বর্ডার সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। কোথাও সমস্যা নেই। ভারতীয় ভূখণ্ডের নিরাপত্তায় বিএসএফের জওয়ানরা সম্মানের সঙ্গে নিরাপত্তা দিচ্ছেন। তিনি আরও বলেন, বেশ কিছুদিন ইউনিট, সেক্টর কমান্ডার, আইজি পর্যায়ের বৈঠক স্থগিত ছিল। সুন্দর পরিবেশে এদিনের বৈঠক হয়েছে। বেনাপোল বিওপির সিনিয়র অফিসারদের সঙ্গে কথা হয়েছে। বর্ডার সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।
14d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা