বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ভাঙনের বিরুদ্ধে লড়ে পুণ্যার্থীদের নিরাপদে স্নানই চালেঞ্জ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাসাগরের মেলা প্রস্তুতি পর্বের মধ্যে সমুদ্র ভাঙনের বিরুদ্ধে লড়া‌ই অব্যাহত প্রশাসনের। ভাঙনের মধ্যেই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য সুষ্ঠুভাবে পুণ্যস্নানের ব্যবস্থা করা প্রশাসনের কাছে বড় চ্যা঩লেঞ্জ। সাগরদ্বীপে কপিল মুনির মন্দিরের সামনে সমুদ্র সৈকতের অংশে ভাঙনের সমস্যা খুব বেশি। জলের মধ্যে শাল বল্লা, বালির বস্তা ফেলে একাধিক স্তরে ভাঙন প্রতিরোধের চেষ্টা চললেও এই অংশে সমুদ্র পাড় ভাঙতে ভাঙতে এগিয়ে এসেছে। তাই মন্দিরের ঠিক সামনে থেকে যে দু’নম্বর রাস্তা সমুদ্র সৈকতের দিকে এসেছে তার শেষ প্রান্ত পাকাপাকিভাবে শালের খুঁটি লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, জায়গাটি সবচেয়ে বিপজ্জনক।  কোনও পুণ্যার্থী যাতে ওই জায়গা দিয়ে সমুদ্রে নামতে না পারেন, তার জন্য এই ব্যবস্থা। 
সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা জানিয়েছেন, দু’নম্বর ও তিন নম্বর রাস্তার সামনে সমুদ্র সৈকতে স্নান করা যাবে না। দু’নম্বর রাস্তায় যেভাবে শাল বল্লার খুঁটি দিয়ে সমুদ্র সৈকতে যাওয়ার পথ বন্ধ করা হয়েছে তিন নম্বরে সেরকম কিছু নেই। ফলে পুণ্যার্থীরা সেখানে জলে নেমে পড়ছেন। ভাঙন আটকাতে বসানো খুঁটিগুলির মধ্যে স্নান পর্ব চলছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীর সংখ্যা বাড়লে তিন নম্বর রাস্তার সামনের সৈকতে স্নান বন্ধ করা হবে।  
পুণ্যার্থীদের স্নান করার জন্য ১, ৪, ৫ এবং ৬ নম্বর রাস্তার সামনে সৈকতের অংশ নির্দিষ্ট করা হয়েছে। কপিল মুনির আশ্রমের দিক থেকে দু‌’নম্বর রাস্তা ধরে যে তীর্থযাত্রীরা আসবেন তাঁদের ওই সব রাস্তা সংলগ্ন সৈকতে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ৪, ৫ এবং ৬ নম্বর রাস্তার সামনের সৈকতে যাওয়ার জন্য লম্বা রাস্তা করা হয়েছে। ২ নম্বর রাস্তা থেকে ১ নম্বর রাস্তা সংলগ্ন সৈকতের দিকে নেমে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বালির বস্তা ফেলে। ১ নম্বর রাস্তা ধরে তীর্থযাত্রীরা সমুদ্র সৈকতের ওই অংশে আসতে পারবেন। 
সুন্দরবন উন্নয়নমন্ত্রী জানিয়েছেন, সাগরদ্বীপে ভাঙন দীর্ঘ প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ জুড়ে। প্রশাসন সূত্রে বলা হচ্ছে, ধবলাহাট ও সাপখালি এলাকায় ভাঙন বেশি তীব্র। ভাঙন প্রতিরোধের জন্য কয়েক বছর আগে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প তৈরির পরিকল্পনা করা হয়। হল‌্যান্ড থেকে বিশেষজ্ঞরা এসে পরিদর্শন করেছেন ভাঙন। এই প্রকল্প রূপায়িত করতে বিশ্ব ব্যাঙ্কের ঋণ পাওয়ার চেষ্ট চলছে। তবে কপিল মুনির মন্দিরের সামনের অংশের ভাঙন আটকানোর নিয়ে সবথেকে বেশি চিন্তিত সরকার। কারণ তীর্থযাত্রীরা এখানে আসেন। এখানেই ভাঙন বেশি। মন্দিরের সামনের অংশের সমুদ্র ভাঙন আটকাতে কংক্রিটের বাঁধ তৈরির জন্য মন্দিরে সংগৃহীত অর্থের কিছুটা খরচ করার প্রস্তাব মন্দির কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। 
7h 7m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে নতুন সুযোগ আসতে পারে। কর্ম সাফল্যে আনন্দ লাভ। ব্যবসায় উন্নতি। গবেষকদের পক্ষে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.১০ টাকা৮৬.৮৪ টাকা
পাউন্ড১০৪.৪১ টাকা১০৮.১১ টাকা
ইউরো৮৭.০৫ টাকা৯০.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা