রাজ্য

বাঙ্কার বা প্রাচীর তৈরির জন্য ইসিএলের থেকে প্লাস্টিক ইট কিনবে প্রতিরক্ষা মন্ত্রক

সুমন তেওয়ারি, আসানসোল: প্রতিরক্ষা মন্ত্রককে প্লাস্টিক ইট সরবরাহ করবে ইসিএল। ইসিএলের প্লাস্টিক ইটে তৈরি হবে সেনাবাহিনীর জন্য বাঙ্কার, প্রাচীরসহ নানা নির্মাণ। সাধারণ কংক্রিট থেকে পাঁচ থেকে সাতগুণ শক্ত ইট দেশের নিরাপত্তার মজবুত বুনিয়াদ গড়বে। পরিবেশ দূষণের ক্ষেত্রে মাথাব্যথার কারণ হয়ে ওঠা প্লাস্টিকেরই অনুকূল গুণকে কাজে লাগাতে অগ্রসর হল ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড (ইসিএল)। বাঙ্কোলা এরিয়ায় প্রথম এই ধরনের প্রজেক্ট সফলভাবে চালু করার পর দ্বিতীয় প্রজেক্ট হিসাবে বুধবার জামুড়িয়া থানার শ্রীপুর এরিয়া অফিসে তার উদ্বোধন হয়। প্রকল্পটির উদ্বোধন করেন ইসিএলের সিএমডি সমীরণ দত্ত। উপস্থিত ছিলেন ইসিএলের দুই ডিরেক্টর এমডি আনজার আলম ও নীলাদ্রি রায়। এই প্রকল্পগুলি পরিবেশের প্লাস্টিক দ্বারা সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 
ইসিএলের ডিরেক্টর (টেকনিক্যাল) নীলাদ্রি রায় বলেন, বুধবার ওয়েস্ট প্লাস্টিক প্রোডাক্ট মেশিনের উদ্বোধন করেছেন সিএমডি। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য থেকে প্লাস্টিকের ইট তৈরি করা হবে। এই ইট আমাদের বিভিন্ন কাজে লাগানোর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের সরবরাহ করা নিয়ে কথা হয়েছে। 
প্লাস্টিকের ইট প্রতিরক্ষা ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ? সূত্রের দাবি, এই ইট অন্যান্য ইটের থেকে বহু গুণ শক্ত। কংক্রিটের নির্মাণের থেকেও কয়েক গুণ বেশি শক্ত। তুলনায় ওজনে হাল্কা। স্বাভাবিক ভাবেই শত্রুপক্ষের মোকাবিলায় কোনও নির্মাণের ক্ষেত্রে এই ধরনের সামগ্রীর উপযোগিতা অনেক বেশি। কয়লা উৎপাদনের পাশাপাশি এই বাজারটিও ধরার চেষ্টা করছে ইসিএল। 
ইসিএলের ক্ষেত্রে তা বিশেষ লাভজনকও। ইসিএলের বহু কোলিয়ারি কলোনি রয়েছে। শ্রমিকদের সেই কলোনির পাশাপাশি ইসিএলের নিজস্ব বহু আবাসন রয়েছে। সেখানে উচ্চপদস্থ আধিকারিক থেকে উচ্চ বেতনের কর্মীরা থাকেন। সেই সব জায়গা বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যবহার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। সেই সব জায়গা থেকে সহজেই ইসিএল কর্তৃপক্ষ প্লাস্টিক সংগ্রহ করে নিতে পারবে। এরজন কাঁচামাল কেনার প্রয়োজনও নেই। অন্যদিকে এলাকা পরিচ্ছন্ন হবে। সেই ইট বিক্রি করে মুনাফাও হবে। 
ইসিএলে সূত্রে জানা গিয়েছে, প্রথম প্রজেক্টটি হয়েছে বাঙ্কোলা এরিয়ায়। দ্বিতীয় জামুড়িয়ার শ্রীপুর এরিয়া অফিসে। গত বছরই ইসিএল কর্তৃপক্ষ শ্রীপুর ও সাতগ্রাম দু’টি এরিয়া অফিস সংযুক্ত করে শ্রীপুর-সাতগ্রাম এরিয়া অফিস করেছে। সাতগ্রামেই অফিস চত্বর রয়েছে। শ্রীপুর এরিয়া অফিস চত্বর ফাঁকাই পড়েছিল। সেই এরিয়া অফিসেই এই বিশেষ প্রজেক্ট চালু হল। 
প্লাস্টিকের বেপরোয়া ব্যবহার নানাক্ষেত্রে বিপত্তি ডেকে আনছে। কিছুদিন আগেই দুর্গাপুরের বিস্তীর্ণ অংশ জলের তলায় চলে যায়। পুর কর্তৃপক্ষের দাবি, নিকাশি নালা থেকে লরি লরি প্লাস্টিক বর্জ্য উদ্ধার করা হয়েছে। এই প্লাস্টিকই জল নিকাশি সম্পূর্ণ আটকে দিয়েছিল। এই ঘটনার সাক্ষী সর্বত্র। তাই প্লাস্টিক ওয়েস্টকে কীভাবে সম্পদ হিসাবে ব্যবহার করা যায়, তাঁর চেষ্টা বহুদিন ধরে চলছে। ঩বিভিন্ন ক্ষেত্রে সাফল্যও আসছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সাম্প্রতিকালে প্লাস্টিক পদার্থ মশা নিধনে উপযোগী বলে দাবি করেছেন। এবার প্লাস্টিক থেকেই ইট তৈরি প্রকল্পটি সাফল্য পেলে শিল্পের নতুন দিক খুলবে। 
2d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শুভ যোগাযোগ ও পরিকল্পনায় কাজকর্মে উন্নতি। ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     November,   2024
দিন পঞ্জিকা