রাজ্য

অতীত ভুলে জোড়া লাগল ‘ভাঙা’ সংসার, উঠল মামলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন বছরের বেশি সময় পরে অবশেষে জোড়া লাগল এক দম্পতির ‘ভাঙা’ সংসার। শিয়ালদহ আদালত সূত্রের খবর, সাংসারিক নানা ঝামেলা ও রাগ অভিমানের জেরে স্বামীর ঘর ছেড়ে তিন বছর আগে চলে যাওয়া স্ত্রী মিনতি চক্রবর্তীকে সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন মানিকতলা বাগমারির বাসিন্দা সুজয় চক্রবর্তী। খুশি দুই পরিবারের লোকজনই। দম্পতির মুখেও তৃপ্তির হাসি। তাঁদের কথায়, ‘পারিবারিক ভুল বোঝাবুঝি হয়েছিল। দুই পরিবারের তরফে আলোচনা করে আমরা বিষয়টি মিটিয়ে নিয়েছি। এখন আর কোনও সমস্যা নেই। সুখে শান্তিতে সংসার করতে চাই। ভুলে যেতে চাই পুরনো সব কথা।’ শুক্রবার গৃহবধূ মিনতিদেবী জানান, ‘সমস্যা যখন মিটেই গিয়েছে, তখন আর স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা চালিয়ে কি হবে? তাই মামলা তুলে নিয়েছি। অনেক হয়েছে। আর আইন-আদালতের দরজায় যেতে চাই না।’ গৃহবধূর আইনজীবী জয়দেব কর্মকার বলেন, ‘আলোচনার মাধ্যমে যখন সমস্যা মিটে গিয়েছে, তখন তো বিষয়টি অত্যন্ত আনন্দের।’ আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ওই দম্পতির মধ্যে নানা পারিবারিক গণ্ডগোলের জেরে মিনতি চক্রবর্তী নামে ২৯ বছরের ওই গৃহবধূ বিধান সরণিতে তাঁর বাপের বাড়িতে চলে আসেন। দুই পরিবারেই আলোচনা করা হয়েছিল সমস্যা মেটানোর জন্য। কিন্তু কাজ কিছু হয়নি। উল্টে গৃহবধূ মিনতিদেবী স্বামীর বিরুদ্ধে আদালতে খোরপোশের মামলা দায়ের করেন। শেষ পর্যন্ত দু’জনের ভবিষ্যতের কথা চিন্তা করে দু’টি পরিবার আলাপ আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা ভাবে। সেই মতো ওই দম্পতি সম্প্রতি নিজেদের মধ্যেও একত্রে বসে ভুল স্বীকার করে নেন। তারপরেই সুজয়বাবু তাঁর বাড়ির লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে নিয়ে তাঁর মানিকতলার বাগমারির বাড়িতে ফিরে যান।
22d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা