রাজ্য

শাড়ি ও পাঞ্জাবি তৈরি হল জেলে, এবার বন্দিরা পাবেন পেশাদার শিল্পীদের সাহায্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার পুজোয় নানা ডিজাইনের তাঁতের শাড়ি এবং রকমারি নকশার পাঞ্জাবি তৈরি করে তাক লাগালেন জেলের বন্দিরা। সে পোশাক খোলা বাজারে বিক্রিও হচ্ছে। ফলে লাভের মুখও দেখছেন বন্দিরা। আগামী দিনে তাঁদের আরও উৎসাহিত এবং দক্ষ করে তুলতে পেশাদার তাঁত শিল্পীদের সহযোগিতাও নেওয়া হবে বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ। ধনেখালি, নদীয়ার ফুলিয়া এলাকার তাঁত শিল্পীরা প্রশিক্ষণ দেবেন তাঁদের। এর ফলে বেশি পরিমাণে এবং আরও উন্নত মানের শাড়ি তৈরি করতে সক্ষম হবেন বন্দিরা। কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুজোর মরশুমে জেলা ও মহকুমা জেলের তুলনায় বেশি আগ্রহ নিয়ে শাড়ি তৈরির কাজ করেছেন কেন্দ্রীয় জেলের বন্দিরা। মহিলা বন্দিরাও এই কাজে যুক্ত ছিলেন। 
শহরের এক জেল অফিসারের কথায়, আগামী দিনে বন্দিদের তৈরি এই ধরনের সামগ্রী যাতে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছয় তার জন্য রাজ্যের সরকারি মেলাগুলিতে বেশি করে স্টল দেওয়া হবে। সেখানে অন্যান্য সামগ্রীর সঙ্গে রাখা থাকবে এই বৈচিত্রময় শাড়ির সম্ভার। নজরকাড়া ডিজাইনের পাঞ্জাবিও থাকবে। জেল কর্মীদের বক্তব্য, ইতিমধ্যেই নানা ধরনের জিনিসপত্র তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিরা। এবার বাড়তি সংযোজন, শাড়ি ও পাঞ্জাবি। যা আগামী দিনে বেশ সুনাম কুড়োবে। 
22d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সব কাজকর্মেই কমবেশি বাধা থাকবে। ব্যয়ের চাপ একটু বাড়তে পারে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানের সৌভাগ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা