বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নিউ বারাকপুরে আত্মঘাতী  গৃহবধূ, ধৃত বিজেপি নেতা

নিজস্ব প্রতিনিধি, বরানগর: জমি সংক্রান্ত বিবাদে এক মহিলার আত্মহত্যার ঘটনায় নিউ বারাকপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম অনুপমা সরকার (২৪)। তাঁর স্বামীর নাম সৌরভ সরকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস প্রতিবেশী বিজেপি নেতা বিপ্রদাস বসুকে গ্রেপ্তার করেছে। অপর অভিযুক্ত বিজেপি নেত্রী মমতা সরকারের খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে। অভিযোগ, সোমবার জমি সংক্রান্ত ঝামেলায় অনুপমাদেবীকে মানসিক নির্যাতনের পাশাপাশি রাস্তায় বিবস্ত্র করে মারধর করা হয়েছিল। সেই নির্যাতন ও অপমানের গ্লানি সহ্য করতে না পেরেই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে পরিবার-পড়শিদের অভিযোগ। এই ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মঙ্গলবার মৃতার পরিবার ও পড়শিরা বিক্ষোভ দেখান। যদিও পুলিস সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিস জানিয়েছে, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত অপরজনের খোঁজ চলছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ বারাকপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঘাযতীন রোডে অনুপমাদেবীর বাড়ি। তাঁর স্বামী সৌরভ পেশায় গাড়ি চালক। প্রতিবেশী বিপ্রদাস বসু ও মমতা সরকারের পরিবারের সঙ্গে তাঁদের বেশ কিছু দিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। বিপ্রদাস কেবল ব্যবসার পাশাপাশি বিজেপি নেতা হিসেবে পরিচিত। সোমবার এই বিবাদ থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, অনুপমাদেবীকে রাস্তায় মারধর করার পাশাপাশি তাঁর পরণের পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, এরপর নিউ বারাকপুর থানায় গেলেও পুলিস সক্রিয় হয়নি। উল্টে মিটমাটের পরামর্শ দিয়েছিল। থানা থেকে ঘুরে আসতে না আসতেই ফের ওই মহিলাকে রাতে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।  মঙ্গলবার সকালে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। তাঁর স্বামী সৌরভ গাড়ি চালানোর জন্য বেরিয়ে গিয়েছিল। কিন্তু গাড়ির চাবি এদিন তিনি ভুল করে বাড়িতে ফেলে গিয়েছিলেন। কিছু সময় পর তিনি বাড়িতে এসে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় পাশের নার্সিংহোমে অনুপমাদেবীকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। তাতে লেখা রয়েছে, ‘আমার এই পরিনতির জন্য বিপ্রদাস বসু ও মমতা সরকার দায়ী।’ এই ঘটনা জানাজানি হতেই এদিন ক্ষোভ তীব্র হয়। নিউ বারাকপুর থানার সামনেও বিক্ষোভ দেখান মৃতার পরিবার ও প্রতিবেশীরা। মৃতার স্বামী সৌরভ 
বলেন, প্রতিবেশী বিপ্রদাস ও মমতা এলাকায় বিজেপি নেতা-নেত্রী বলে পরিচিত। এরা দীর্ঘদিন ধরে অত্যাচার করছে। বাড়িতে মদের আসর বসায়। আমাদের জমি জোর করে দখল করতে চাইছিল। আমার স্ত্রী প্রতিবাদ করায় সোমবার দুই দফায় রাস্তার উপর তাঁকে বিবস্ত্র করে মেরেছে। থানায় অভিযোগ নিয়ে গিয়েছিলাম। পুলিস তা নেয়নি। পুলিস পদক্ষেপ নিলে আমার স্ত্রীর এই পরিণতি হতো না। এদিন সকালে গৃহবধূর মৃত্যুর খবর চাউর হতেই বাড়ি তালাবন্ধ করে চম্পট দিয়েছিল দুই অভিযুক্ত। রাতে পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা