বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দেশের অর্ধেক এলাকাতেই বন্ধ রেশনের কেরোসিন!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকা মিলিয়ে দেশের প্রায় অর্ধেক এলাকার জন্য কেরোসিনের বরাদ্দ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। পশ্চিমবঙ্গসহ মোট ১৯টি রাজ্যের রেশন গ্রাহকদের এখন কেরোসিন দেয় কেন্দ্র। দেশে মোট ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি। কোনও কেন্দ্রশাসিত অঞ্চল এখন রেশনের কেরোসিন পায় না। যেসব রাজ্যকে এখনও কেরোসিন দেওয়া হচ্ছে, তাদের বরাদ্দ প্রচুর কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বরাদ্দ আগের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছিল গতবছরের শেষদিকে। এবছরও অব্যাহত রয়েছে তা। জানুয়ারি-মার্চ, এই তিনমাসের জন্য পশ্চিমবঙ্গের জন্য পেট্রলিয়াম মন্ত্রক ৫৮,৯৬৮ কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছে। এটা আগে ছিল ১ লক্ষ ৭৬ হাজার কিলোলিটার। যদিও এখন গোটা দেশের জন্য মোট বরাদ্দের প্রায় দুই-তৃতীয়াংশ পাচ্ছে পশ্চিমবঙ্গ। সব রাজ্য মিলিয়ে জানুয়ারি-মার্চের বরাদ্দ ৮৫,৮৮৪ কিলোলিটার। পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে বিহার—৬৩৮৪ কিলোলিটার। 
পশ্চিমবঙ্গকে এত কেরোসিন কেন্দ্র বস্তুত বাধ্য হয়েই দেয়। এক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সর্বশেষ নির্দেশ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পেট্রোলিয়াম মন্ত্রককে বাংলার জন্য কেরোসিন বরাদ্দ করতে হবে। যতদিন না কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বরাদ্দ নিয়ে নির্দিষ্ট নীতি তৈরি করবে ততদিনই এটা চলবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এই পরিস্থিতিতে বাংলার বরাদ্দ কমানো হলেও অন্য রাজ্যগুলির চেয়ে তা বেশি রাখতে বাধ্য হয়েছে কেন্দ্র। 
কেরোসিনের কোটা পুরোপুরি ছেড়ে দেওয়ার জন্য কেন্দ্র সব রাজ্যকে আগেই প্রস্তাব দেয়। অনেক রাজ্য তাতে রাজি হয়। কিন্তু পশ্চিমবঙ্গ কোটা পুরো ছেড়ে দেওয়া দূর, তার পরিমাণ কমাতেও রাজি হয়নি। কিন্তু কেরোসিনের দাম কেন্দ্র অস্বাভাবিক বাড়িয়ে দেওয়ায় এরাজ্যে তার চাহিদা ভীষণ কমে গিয়েছে। এতে বরাদ্দ ছাঁটাই করতে সুবিধাই হয়েছে নয়াদিল্লির। কেরোসিন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানান, এখন রাজ্যের রেশন গ্রাহকদের জন্য বাস্তবে মাথাপিছু বরাদ্দ একশো মিলিলিটারেরও কম!
 
11h 11m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা