বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বৃদ্ধা মায়ের সাধপূরণে শহরেই ‘গুপ্ত বৃন্দাবন’

বিশ্বজিৎ মাইতি, বরানগর: মায়ের বৃন্দাবন যাওয়ার সাধ। ‘কিন্তু তিনি বৃদ্ধ হয়েছেন। এই বয়সে অতটা পথ ভ্রমণ করবেন! অসুস্থ হতে পারেন’-বিচলিত হলেন পুত্র। তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্থের অভাব নেই। ঠিক করলেন, যত টাকাই খরচ হোক মায়ের পুণ্যার্জনের জন্য কাছাকাছির মধ্যে গড়ে তুলবেন তীর্থক্ষেত্র। দমদমে কিনলেন ২০ বিঘা জমি। সাত-সাতখানি পুকুর খোঁড়া হল। বৃন্দাবনের ধাঁচে তৈরি হল সুসজ্জিত বাগান। মন্দির। তৎকালীন বাংলায় তা অচিরেই বিখ্যাত হয়ে উঠল। নাম ছড়াল বিদেশেও। ‘গুপ্ত বৃন্দাবন’ নামে সে জায়গা অপরূপ। উদ্যানের সৌন্দর্যে মুগ্ধ ইংল্যান্ড ও ইউরোপের নামকরা ব্যক্তিরাও। ১৮৬৯ সালে এই বাগানে ডিউক অফ এডিনবরা আলফ্রেড আর্নেস্ট অ্যালবার্টকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান হল। বাংলায় বেড়াতে আসা বিদেশিদের দ্রষ্টব্য হয়ে উঠল গুপ্ত বৃন্দাবন। তারপর একাধিকবার মালিকানা বদল হয়েছ। বর্তমানে প্রতিরক্ষা দপ্তরের হাতে রয়েছে গুপ্ত বৃন্দাবন। দমদমে সেভেন ট্যাঙ্কস কাশীপুর ক্লাব হিসেবে এখন চেনে মানুষ।
কলকাতার পাথুরিঘাটার বাসিন্দা দর্পনারায়ণ ঠাকুর। ব্রিটিশ ক্যাসলের আদলে তাঁর বাড়ি ইংরেজদেরও নজর কাড়ে। তাঁর চতুর্থ পুত্র হরিমোহন ঠাকুরের স্ত্রী বৃন্দাবন যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। হরিমোহনের পুত্র নন্দলাল ছিলেন এক্সপোর্ট ওয়্যারহাউস এজেন্ট। বিপুল সম্পত্তির মালিক। তিনিই সতেরশো খ্রীষ্টাব্দের শেষ নাগাদ মায়ের জন্য দমদমে বানালেন গুপ্ত বৃন্দাবন। মূল বৃন্দাবনের মতো তীর্থক্ষেত্রের পরিবেশে তৈরি করে মাকে এনে রাখলেন। তখন দেশ-বিদেশ থেকে অতিথিরা আসত। মাঝেমধ্যেই বসত সঙ্গীতের আসর। সেরা সঙ্গীতজ্ঞকে দেওয়া হতো ধাতব ফুলদানি। ধুমধাম করে পালন হতো বসন্ত পঞ্চমী। আমপাতা ও হলুদ ফুলে বাগান সেজে উঠত তখন। কলকাতার বিশপ রেজিনাল্ড হোবার বাগান দেখে এসে লিখলেন, ‘ইতালির যে কোনও ভিলার থেকেও সুন্দর।’ একসময় এ সম্পত্তি কিনলেন বড়বাজারের রূপলাল মল্লিক। তাঁরা এখানকার মার্বেল প্যালেস সংস্কার করলেন। উনবিংশ শতকে সেভেন ট্যাঙ্কসের এই বাগানবাড়ি জনপ্রিয় ও দ্রষ্টব্য হয়ে উঠল। পরে মল্লিকদের কাছ থেকে বাগানবাড়ি কিনলেন রায়বাহাদুর ডাঃ মতিলাল মুখোপাধ্যায়। তারপর ১৮৩০ সালে এখানে তৈরি হল কাশীপুর ক্লাব। গড়ে উঠল গান অ্যান্ড সেল কারখানার বিদেশি আধিকারিকদের বাসস্থান ও বিনোদন কেন্দ্র।
কলকাতা পুরসভার হেরিটেজ বিল্ডিংয়ের তালিকায় কাশীপুর ক্লাবের নাম রয়েছে। দমদমের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষক মৌমিতা সাহা বলেন, ‘দমদমের পুরনো দলিলে মৌজার নামে এখনও গুপ্ত বৃন্দাবন নাম খুঁজে পাওয়া যায়। সেটির আজকের নাম সেভেন ট্যাঙ্কস, কাশীপুর ক্লাব। প্রতিরক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে প্রস্তাব দিয়েছিলাম, নির্দিষ্ট সময় অন্তর প্রাসাদোপম হেরিটেজ বাড়িটি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক। ক্লাবের মধ্যে মিউজিয়াম তৈরি হোক। গবেষণামূলক তথ্যের পাশাপাশি অন্যান্য তথ্যাদিও রাখা থাকবে। এই ইতিহাস সংরক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু কোনও তরফেই কোনও উদ্যোগ এখনও নজরে আসেনি।’ 
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা