বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মিড ডে মিল প্রকল্পের বরাদ্দ খরচে ব্যর্থ ডাবল ইঞ্জিন রাজ্যগুলি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বদলেছে মোড়ক। মিড ডে মিল প্রকল্পের নাম পাল্টে ‘প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ’ (পিএম-পোষণ) করেছেন নরেন্দ্র মোদি। কিন্তু তাতে পরিস্থিতির পরিবর্তন হয়েছে কি? স্কুল পড়ুয়াদের অপুষ্টি দূর করার লক্ষ্যে খাবার জোগাতে এই প্রকল্প চালু করা হয়েছিল। শিক্ষামন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, বরাদ্দ অর্থ খরচে ব্যর্থ অধিকাংশ বিজেপি শাসিত রাজ্যই। এক্ষেত্রে একপ্রকার শিকেয় উঠেছে নজরদারি। যার ফল ভুগতে হচ্ছে স্কুলের কচিকাঁচাদের। ওই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে পিএম-পোষণ প্রকল্পে মোট ১ হাজার ৩৩৪ কোটি ৭ লক্ষ টাকা দিয়েছিল কেন্দ্র। কিন্তু যোগীরাজ্য খরচ করেছে মাত্র ১ হাজার ১৬৪ কোটি ২২ লক্ষ টাকা। অপর ডাবল ইঞ্জিন রাজ্য রাজস্থান ওই আর্থিক বছরে পেয়েছে ৮৯৯ কোটি ৬০ লক্ষ টাকা। অথচ তার মধ্যে মাত্র ৬৮৩ কোটি ৩৭ লক্ষ টাকা খরচ করেছে তারা। মহারাষ্ট্রের চিত্রটাও মোটের উপরে এক। ২০২২-২৩ অর্থবর্ষে তারা ১ হাজার ৫৯২ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছে। খরচ করেছে ১ হাজার ৪২৪ কোটি ১ লক্ষ টাকা। 
আর এক বিজেপি শাসিত রাজ্য অসম ওই একই সময়ে পিএম-পোষণ প্রকল্পে ৮৮৭ কোটি ২১ লক্ষ টাকা পেলেও খরচ করেছে মাত্র ৭১৯ কোটি ৬ লক্ষ টাকা। অর্থাৎ শুধুমাত্র একটি আর্থিক বছরেই একের পর এক বিজেপি শাসিত রাজ্য প্রকল্পের টাকা খরচই করতে পারেনি। সেক্ষেত্রে স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাবার কীভাবে জোগানো গিয়েছে? এই প্রশ্নই তুলছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। আর এই বিজেপি শাসিত রাজ্যগুলির খারাপ পরিস্থিতির সার্বিক প্রভাব পড়েছে সমগ্র দেশে। কারণ ওই রিপোর্টে স্পষ্ট হয়েছে, নতুন নামে প্রকল্প চালু হলেও প্রায় কোনও বছরই সারা দেশে বরাদ্দ অর্থের পুরো টাকা খরচ হয়নি। প্রায় নিয়মিতই পড়ে থেকেছে কয়েকশো কোটি টাকা।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা