বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাংলার বাড়ি : উপভোক্তার টাকার ভাগ নিয়ে গ্রেপ্তার পঞ্চায়েত সদস্যের স্বামী

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে কোনওরকম টাকা নেওয়া যাবে না। স্পষ্টভাবে এই বার্তা দিয়েছিল নবান্ন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে গরিব উপভোক্তাদের পাওয়া প্রথম কিস্তির টাকার ভাগ নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। যা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্তের ভিত্তিতে আরব নবী শেখ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ্ণুপুর থানার চণ্ডী পঞ্চায়েত এলাকার এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য, আইন মোতাবেক যা করণীয় তা পুলিস করবে।
পঞ্চায়েতের ৬২ ও ৬৩ নম্বর বুথ এলাকায় অন্তত ছ’জনের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে আরবের বিরুদ্ধে। টাকার ভাগ না দেওয়া হলে দ্বিতীয় কিস্তি আটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। ভয়ে উপভোক্তারা পঞ্চায়েত সদস্যের স্বামীর কথামতো কিছু টাকা দিয়ে দেন। কিন্তু পরে ভুক্তভোগীরা জোট বেঁধে বিষ্ণুপুর দু’নম্বর ব্লক অফিসে অভিযোগ জানান। সেখান থেকে থানায় এফআইআর করা হয়। সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্করের অফিসেও অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছিল। পুলিস তদন্ত নেমে অভিযোগের সত্যতা প্রমাণ পায় এবং তার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। তবে পুলিসের অনুমান, ওই ৬ জন ছাড়া আরও কয়েকজনের থেকে কাটমানি নেওয়া হয়েছিল। তাঁদের খোঁজ করা হচ্ছে। সব মিলিয়ে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা