বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

হার্দিক-দুবের ঝোড়ো ব্যাটিং, ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের

পুনে: রাজকোটের পরাজয়ের ধাক্কা সামলে জয়ের সরণিতে ফিরল ভারত। এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ দখল করল। এদিন ব্রিটিশদের ১৫ রানে হারিয়ে সিরিজে ৩-১ এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল। ১৮২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৬। ফের স্পিনের ঘূর্ণিজালে অসহায় দেখাল জস বাটলারদের। উজ্জ্বল সুপার-সাব হর্ষিত রানাও।
আগের তিনটি ম্যাচেই টস জিতে রান তাড়া করেছিল টিম ইন্ডিয়া। শুক্রবার অবশ্য টসে হেরে প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ১৮১। দ্বিতীয় ওভারের পর অবশ্য স্কোরবোর্ড দেখিয়েছিল ১২-৩। দশ ওভারের শেষে ছিল ৭২-৪। সেটাই দাঁড়ায় ৭৯-৫। সেই হিসেবে ওভারপ্রতি ন’য়ের বেশি রান তোলা অবশ্যই স্বস্তির। তবে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে যে মেজাজে ব্যাট করছিলেন, তাতে দু’শো পেরনোর স্বপ্ন উঁকি দিচ্ছিল। কিন্তু শেষ ওভারে উঠল মাত্র ৩ রান। পড়ল তিন উইকেট। 
কোচ গৌতম গম্ভীরের কাছে ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছেন সঞ্জু স্যামসন ও সূর্য। এই সিরিজের চার ইনিংসে ৮.৭৫ গড়ে সঞ্জুর সংগ্রহ ৩৫। সূর্যর দশা আরও খারাপ। সমসংখ্যক ইনিংসে ৬.৫০ গড়ে এসেছে ২৬। আর কবে রান করবেন দু’জনে? ঋষভ পন্থ, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, যশস্বী জয়সওয়ালরা কিন্তু স্কোয়াডের বাইরে অপেক্ষারত। বড়লোকের বাউন্ডুলে ছেলের মতো ব্যাট চালিয়ে চলেছেন দু’জনে। সামান্যতম দায়িত্ববোধ নেই। এদিন ম্যাচের দ্বিতীয় ওভারেই পড়ল তিন উইকেট। সঞ্জু (১), সূর্যর (০) সঙ্গে তিলক ভার্মাও (০) উইকেট দিলেন সাকিব মহম্মদকে। এই ইংরেজ পেসারের ভিসা দেওয়া নিয়েই টালবাহান করা হচ্ছিল। এদিন তাঁর প্রথম ওভার ছিল মেডেন সহ তিন উইকেটের। অভিষেক (২৯) ও রিঙ্কু (৩০) অবশ্য লম্বা ইনিংসের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। তবে হার্দিক ও শিবম এই সময়ই হয়ে উঠলেন ত্রাতা। দু’জনে ষষ্ঠ উইকেটে ৪৫ বলে যোগ করেন মূল্যবান ৮৭ রান। সেটাই মোড় ঘোরায় ম্যাচের। ২৭ বলে পঞ্চাশে পৌঁছন হার্দিক। শিবমের হাফ-সেঞ্চুরি আসে ৩১ বলে। 
১৮২ রানের টার্গেটের সামনে ঝোড়ো শুরু করেছিল ইংল্যান্ড। পাওয়ারপ্লে’র ছয় ওভারে ওঠে ৬২। দুই ওপেনার বেন ডাকেট (৩৯) ও ফিল সল্ট (২৩) অবশ্য পরপর ফেরেন। দশ বলের মধ্যে তৃতীয় উইকেট হলেন বাটলার (২)। রবি বিষ্ণোইয়ের দ্বিতীয় শিকার তিনি। দশ ওভারের পর ৬০ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৯৬। এরপর ফেরেন লিভিংস্টোন (৯)। শিবমের ‘কনকাসন সাব’ হিসেবে আসা হর্ষিত রানার বলে আউট হন তিনি। উল্লেখ্য, টি-২০ অভিষেকে দ্বিতীয় বলেই সাফল্য পেলেন তিনি। হ্যারি ব্রুক ২৫ বলে পঞ্চাশে পৌঁছে বিপজ্জনক হয়ে উঠছিলেন। কিন্তু একই ওভারে ব্রুক (৫১) ও ব্রাইডন কার্সকে (০) ফেরান বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের প্রতিরোধ ওখানেই শেষ। বিষ্ণোই, বরুণ ও অক্ষর— ভারতের তিন স্পিনারের মিলিত সংগ্রহ ৬ উইকেট। তবে চাপের মুখে দুরন্ত বল করেন হর্ষিত। চার ওভারে ৩৩ রান দিয়ে তিন উইকেট নিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর: ভারত ১৮১-৯ (হার্দিক ৫৩, শিবম ৫৩, রিঙ্কু ৩০, অভিষেক ২৯, সাকিব ৩-৩৫)। ইংল্যান্ড ১৯.৪ ওভারে ১৬৬ (ব্রুক ৫১, বিষ্ণোই ৩-২৮, হর্ষিত ৩-৩৩, বরুণ ২-২৮)।
(ভারত ১৫ রানে জয়ী।  সিরিজ ৩-১ এগিয়ে টিম ইন্ডিয়া।)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা