বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ মিনি ডার্বিতে এগিয়ে মোহন বাগান

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটে। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হইহই করে নেমে পড়লেন জেসন কামিংসরা। তারের জালের ওপারে তখন অন্য ছবি। উদ্বিগ্ন মুখে মিটিং সারতে দেখা গেল মহমেডান স্পোর্টিংয়ের কোচ মেহরাজউদ্দিনকে। দুই শিবিরের মুড বোঝাতে এই ছবিই যথেষ্ট। শনিবার সন্ধ্যায় মিনি ডার্বিতে ফেভারিট কে? প্রাক্তনীরা মোহন বাগানকেই অনেক এগিয়ে রাখছেন। প্রথম পর্বে ৩-০ গোলে ম্যাচ জেতে মোলিনা ব্রিগেড। সরস্বতী পুজোর আগেও সবুজ-মেরুন পতাকা বাতাসে টানটান।
১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহন বাগান। অন্যদিকে, ১৭ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট কাসিমভদের। লিগ টেবিলে প্রথম এবং শেষের লড়াই।  আধভাঙা প্রতিপক্ষকে দুমড়ে দেওয়ার সুযোগ হোসে মোলিনার সামনে। তবে স্প্যানিশ কোচ বাড়তি সতর্ক। ম্যাচের আগে মোলিনার মন্তব্য, ‘ওদের হারানোর কিছুই নেই। হাল্কাভাবে নিলে ডুবতে হবে।’ আসলে সরু সুতোর উপর হাঁটছেন মোহন বাগান কোচ। সমানে তাড়া করছে মানোলো মার্কুয়েজের গোয়া। তাই কোনওমতেই পয়েন্ট হারানো চলবে না। তার উপর, চোটের কারণে মিনি ডার্বিতে অনিশ্চিত আলবার্তো রডরিগেজ। স্প্যানিশ ডিফেন্ডার এদিন অনুশীলনেও নামেননি। চলতি টুর্নামেন্টে ১০ টি ম্যাচে ক্লিনশিট বজায় রেখেছে মোহন বাগান। ডিফেন্সে টম আলড্রেড আর আলবার্তোর জুটি দলের পিলার। দুর্গরক্ষা ছাড়া লক্ষ্যভেদেও দক্ষ। আলবার্তো না পারলে আলড্রেডকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে দীপ্যেন্দু বিশ্বাসকে স্টপারে ফেরানো হতে পারে। মাঝমাঠে প্রচুর অপশন। আপুইয়া, লিস্টন, মনবীরের সঙ্গে গ্রেগ স্টুয়াটর্কে খেলানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। পাশাপাশি শুরুতেই কামিংস আর ম্যাকলারেনকে নামিয়ে প্রতিক্ষকে চাপে ফেলতে চায় থিঙ্কট্যাঙ্ক। তবে দল নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা। পালতোলা নৌকোর কাণ্ডারিরাও তৈরি। গোলরক্ষক বিশাল কাইথের আত্মবিশ্বাসী মন্তব্য, ‘সতীর্থদের উপর ভরসা আছে। গোটা দল প্রস্তুত।’ মোহন বাগান গোলরক্ষক এবারও যা ফর্মে তাতে গোল্ডেন গ্লাভস পেতেই পারেন। 
অন্যদিকে, সীমিত শক্তি নিয়েও লড়াইয়ে তৈরি মহমেডান স্পোর্টিং কোচ মেহরাজউদ্দিন। ম্যানেজমেন্টের তুঘলকিপনায় জেরবার রেড রোডের পাশের ক্লাব। রুশ কোচ চেরনিশভ ডেপুটির ঘাড়ে দায়িত্ব দিয়ে কার্যত পালিয়েছেন। বকেয়া বেতনের দাবিতে ক্ষুব্ধ ফুটবলাররা। অসহায় মেহরাজ বলছেন, ‘ফুটবলারদের তাগিদই একমাত্র সম্বল। তবে সহজে হাল ছাড়ছি না।’ মাঝমাঠে কাসিমভ আর আলেক্সিস দুই ফুসফুস। তাদের দিয়ে মিডল করিডর দিয়ে আক্রমণের ভাবনা রয়েছে মেহরাজের। রক্ষণে তালা দিয়ে  প্রতি-আক্রমণে চমকে দিতে চান প্রতিপক্ষকে। ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন সাদা-কালো কোচ। লিস্টন, মনবীর, স্টুয়ার্টরা প্রত্যেকেই গেমচেঞ্জার। তাঁদের রুখতে ক্লোজ মার্কিং  একমাত্র উপায়। পয়েন্ট ছিনিয়ে নিলে তা যুদ্ধজয়ের শামিল।
(যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা