বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ধৃত নাবালককে ‘সাবালক’ ধরেই মামলা সাজাতে চাইছে লালবাজার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবার প্রেমিকাকে রাস্তায় ফেলে ছুরি দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় ধৃত নাবালকের বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের ১৫ নম্বর ধারা প্রয়োগ করতে চাইছে কলকাতা পুলিস। লালবাজার সূত্রে এই খবর জানা গিয়েছে।  এই ধারা প্রয়োগ করা গেলে নাবালককে সাবালক  হিসেবে গণ্য করে খুনের সাজা দেওয়া সম্ভব। অন্যথায় তিন বছর পর ছাড়া পেয়ে যাবে ওই নাবালক। 
উল্লেখ্য, দিল্লিতে নির্ভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় এক নাবালকের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতি এমন হয় যে জুভেনাইল জাস্টিস আইনের সংশোধন করতে বাধ্য হয় তৎকালীন কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই খুন, ধর্ষণ, ডাকাতির মতো নৃশংস অপরাধে নাবালক-নাবালিকা জড়িয়ে পড়লে এই ধারা প্রয়োগের রাস্তা খুলে গিয়েছে। কলকাতা পুলিসের গোয়েন্দাদের একাংশ বলছেন, ‘বছর ১৬-র এক নাবালক বাবাকে হাতেনাতে ধরার জন্য যেভাবে পরিকল্পনা করে জিপিএস প্রযুক্তি কাজে লাগিয়েছে, তা রীতিমতো বিস্ময়ের। তাছাড়া মৃত্যু নিশ্চিত করতে যেভাবে বারবার ছুরির কোপ বসিয়েছে সে, তাও গুরুত্বপূর্ণ।’ কলকাতার নিউ আলিপুরে এক অশীতিপর বৃদ্ধকে খুনের মামলায় ধৃত নাবালকের বিরুদ্ধে প্রথমবার কলকাতা পুলিসের হোমিসাইড শাখা এই ধারা প্রয়োগ করে। তারপর একে-একে গড়চা ফার্স্ট লেনে পাঞ্জাবি বৃদ্ধা ঊর্মিলা ঝুণ্ড খুন সহ একাধিক মামলায় এই ধারা প্রয়োগ করেছে লালবাজার। তবে এই ধারা প্রয়োগ করতে গেলে আদালতের অনুমতি নিয়ে ধৃত নাবালক বা নাবালিকাকে মেডিক্যাল বোর্ডের সামনে হাজির করাতে হবে। বোর্ডের সদস্যরা ধৃতের মানসিক ও শারীরিক গঠন, অপরাধের গুরুত্ব এবং অপরাধের ফলাফল সম্পর্কে ধৃতের ধারণা খতিয়ে দেখে তাকে  ‘সাবালক’  হিসেবে  গণ্য করলে তবেই এই ধারা প্রয়োগ করতে পারবে তদন্তকারী সংস্থা।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা