বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

খাটাল নিয়ে অভিযোগ করায় পুরকর্মীর হুমকি, সাসপেন্ডের নির্দেশ মেয়রের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব পুঁটিয়ারির তালবাগান অঞ্চলে নিয়োগী বাড়িতে রমরমিয়ে চলছে খাটাল। অভিযোগ জানিয়ে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করেছিলেন স্থানীয় এক বাসিন্দা। যার জেরে বাড়িতে এসে তাঁকে হুমকি দিয়েছেন কলকাতা পুরসভার এক কর্মচারী। এমনকী, অভিযোগ তুলতে চাপও দিয়েছেন। ফের মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হয়ে এই অভিযোগ আনেন অভিযোগকারী। নালিশ পাওয়ামাত্র পুরসভার ওই কর্মীকে সাসপেন্ড এবং গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন মেয়র। অভিযোগকারী মেয়রকে জানান, অভিযুক্ত ওই পুরকর্মীর নাম রণজিৎ চক্রবর্তী। পুরসভা সূত্রে খবর, তিনি স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ফিল্ড ওয়ার্কার। 
কয়েক সপ্তাহ আগে পূর্ব পুঁটিয়ারি থেকে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোন করে অভিযোগ জানান ওই ব্যক্তি। বলেন, প্রকাশ্যেই চলছে গোরুকে স্নান করানোর কাজ। গোবর এসে মিশছে নিকাশি নালায়। এসব কারণেই বারে বারে বন্ধ হচ্ছে নর্দমা। বৃষ্টি হলেই জল জমছে রাস্তায়। এই গোয়ালঘরের জন্য বাড়ির ভিতরে সাপ ঘুরে বেড়াচ্ছে। সর্বক্ষণ দুর্গন্ধ, মশা-মাছি ভনভন করে। এক অস্বাস্থ্যকর পরিবেশে আমাদের বাস করতে হচ্ছে। নবান্নের তরফে খাটাল বন্ধ করার নির্দেশ থাকলেও তা কানে তোলেননি খাটাল মালিক। কলকাতায় খাটাল নিষিদ্ধ হলেও কীভাবে সেটি চলছে, তা নিয়ে প্রশ্ন করে মেয়রকে তা বন্ধ করার অনুরোধ জানান অভিযোগকারী। সেদিনই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন মেয়র। শুক্রবার ফের ওই অভিযোগকারীর ফোন আসে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে। তিনি দাবি করেন, পুরসভার এক কর্মী বাড়িতে এসে অভিযোগ তুলে নিতে চাপ দিচ্ছেন। এমনকী, তাঁর পরিচয়ও অভিযুক্তদের কাছে ফাঁস করে দিয়েছেন। ফলে, নানা দিক থেকে তাঁর উপর চাপ আসছে। এই দাবির সপক্ষে মেয়রকে ভিডিও পাঠান অভিযোগকারী। যা দেখে রেগে যান ফিরহাদ। ভিডিও দেখে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পুরসভার স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ফিল্ড ওয়ার্কার রণজিৎ চক্রবর্তী। এই ঘটনায় মেয়র মুখ্য স্বাস্থ্য আধিকারিককে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি, তিনি জানিয়ে দেন, পুলিস কমিশনারের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। কোথায় কোথায় এমন খাটাল চলছে, তার তালিকা লালবাজারকে তুলে দেওয়া হয়েছে। পুলিসের ক্যাটল ডিভিশন পদক্ষেপ করবে।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা