বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সহায় হল স্বাস্থ্যসাথী, শিবিরে গিয়ে কার্ড পেলেন দুই ক্যান্সার আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর ও বারুইপুরের দুই ক্যান্সার আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করাতে সমস্যায় রয়েছেন। স্বাস্থ্য সাথী কার্ড পেতে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কেও সঠিক দিশা পাচ্ছিলেন না। এবার মুশকিল আসান করল নবম দুয়ারে সরকার ক্যাম্প। দু’জন নিজেদের এলাকার ক্যাম্পে গিয়ে আবেদন করলেন। জরুরি ভিত্তিতে তাঁদের কার্ড করিয়ে দেওয়া হল।
জানা গিয়েছে, বারুইপুর ব্লকের জয়কৃষ্ণনগরের বাসিন্দা অঞ্জলি মণ্ডল ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। ওঁর কেমোথেরাপি’র দ্রুত প্রয়োজন ছিল। কিন্তু বেসরকারি হাসপাতালের খরচ তাঁর পক্ষে বহন করা সম্ভব ছিল না। সমস্যা সমাধানের জন্য অনেকের সঙ্গে কথা বলেছিলেন। তাঁরা স্বাস্থ্য সাথী কার্ড করানোর পরামর্শ দিয়েছিলেন। তারপর জানুয়ারির শেষ সপ্তাহে শুরু হয় দুয়ারে সরকারের নবম পর্ব। অঞ্জলিদেবীর বাড়ির কাছে একটি শিবির হয়েছিল। সেখানে গিয়ে কার্ড করানোর আর্জি জানান মহিলা। আধিকারিকরা তাঁর ফর্ম পূরণ করান। তার দু’দিনের মধ্যে হাতে কার্ড পেয়ে যান অঞ্জলিদেবী।
এছাড়া জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসতের কৃষ্ণপদ সর্দারও দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। বিভিন্ন জায়গার চিকিৎসা করান। প্রচুর টাকা খরচ হয়। এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েন। কিন্তু ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যেতে চিকিৎসকরা পরামর্শ দেন। এই অবস্থায় সহায় হয়ে দাঁড়ায় দুয়ারে সরকার। কৃষ্ণপদবাবুর বাড়ির কাছেই শিবির হয়েছে। সেখানে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ডের আবেদন করেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আপৎকালীন ভিত্তিতে কার্ড করিয়ে তাঁর হাতে তুলে দেন আধিকারিকরা।  নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে শেষ মুহূর্তে বাধা পড়ায় বিচলিত হয়ে পড়তে পারেন। সন্তানের বিদ্যা শিক্ষার বিষয়ে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৭৯ টাকা১০৯.৫২ টাকা
ইউরো৮৮.৩৫ টাকা৯১.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা