কলকাতা

কসবায় তৈরি হবে বুস্টার পাম্পিং স্টেশন, গাছ কাটা নিয়ে বিশৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা থানার অন্তর্গত জগন্নাথ ঘোষ রোডে পার্কের জমিতে তৈরি হবে পানীয় জল সরবরাহের নতুন বুস্টার পাম্পিং স্টেশন ও আংশিক ভূগর্ভস্থ জলাধার। যার জন্য কাটা পড়বে কয়েকটি গাছ। বুধবার সকালে সেই গাছ কাটা নিয়ে স্থানীয় লোকজন ঝামেলা করে। যা নিয়ে পুরকর্মীদের সঙ্গে স্থানীয়দের একাংশের বচসা হয়। এই ঘটনার জেরে প্রতিবাদীদের কয়েকজন আক্রান্ত হয় বলে অভিযোগ। অভিযোগের তির ৯১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা কলকাতা পুরসভার আইন বিভাগের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পাল্টা অভিযোগ, সিপিএমের স্থানীয় কিছু লোকজন উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। ওখানে সিপিএমের বস্তি কমিটির একটি অফিস রয়েছে। তাঁরাই উস্কানি দিচ্ছেন। 
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বক্তব্য, সবটা নিয়ম মেনে করা হচ্ছে। ওখানে পানীয় জলের সমস্যা রয়েছে। তাই নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। পানীয় জল পর্যাপ্ত পাওয়া না গেলে স্থানীয়দের ভোগান্তি দূর হবে না। গত ৪৪ বছর ধরে ওখানে বাম কাউন্সিলার ছিলেন। কিন্তু, পানীয় জলের সমস্যা দূর হয়নি। এখন যখন উন্নয়নের কাজ হচ্ছে, তখন সিপিএম বাধা দিচ্ছে।
কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগের এক আধিকারিকদের ব্যাখ্যা, শহরের বিভিন্ন পুর উদ্যানে নিকাশি কিংবা পানীয় জলের এমন বহু পাম্পিং স্টেশন রয়েছে। নতুন নতুন তৈরিও হচ্ছে। সর্বত্র নিয়মানুসারে যত গাছ কাটা হয়, কাজ শেষ হয়ে যাওয়ার পর ফাঁকা জায়গায় তার চেয়ে কয়েক গুণ বেশি গাছ লাগানো হয়। জগন্নাথ ঘোষ রোডের পার্কেও যে গাছ কাটা হবে, অন্যত্র তার থেকে অনেক বেশি গাছ লাগানো হবে। সাধারণ মানুষকে উস্কানি দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা