কলকাতা

জাল পরিচয়পত্র তৈরি করে বসবাস বাগদায়, আশ্রয়দাতা সহ ধৃত বাংলাদেশি যুবক

সংবাদদাতা, বনগাঁ: জাল পরিচয়পত্র তৈরি করে বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করল পুলিস। তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত বাংলাদেশি যুবকের নাম মেহেবুব হাসান রাসেল ওরফে রাহুল মণ্ডল। বাংলাদেশের যশোর জেলার চৌগাছা আফরা গ্রামের বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে, বছর দু’য়েক আগে চোরাপথে এদেশে আসে রাসেল। বাগদা থানার দুর্গাপুর গ্রামে মাসুদ মণ্ডলের বাড়িতে আশ্রয় নেয়। এখানে এসে রাহুল মণ্ডল নামে নিজের পরিচয় তৈরি করে সে। সম্প্রতি মাসুদকে বাবা সাজিয়ে নিজের ভারতীয় পরিচয়পত্রও তৈরি করে ফেলে রাসেল। সোমবার সকালে বাগদা থানার পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ভারতীয় জাল ভোটার কার্ড, আধার কার্ড , প্যান, রেশন কার্ড উদ্ধার করেছে পুলিস। সূত্রের খবর, ধৃত রাসেল জাল পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট বানাতে গিয়ে ধরা পড়ে যায়। সোমবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসেন মাসুদ। বনগাঁর এক আত্মীয়ের বাড়িতে বেশ কিছুদিন কাটান। পরবর্তীতে বাগদার দুর্গাপুরের বাসিন্দা এক মহিলাকে বিয়ে করেন। এরপর সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রাজমিস্ত্রির কাজ করতেন। মাসুদের হাত ধরেই চোরাপথে ভারতে আসে রাসেল। প্রায় দু ‘বছর আগে এদেশে আসে সে। মাস তিনেক আগে মাসুদকে বাবা সাজিয়ে নিজের পরিচয়পত্র তৈরি করে ফেলে। সূত্রের দাবি, সম্প্রতি নিজের পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল সে। পরিচয়পত্র গুলি দেখে সন্দেহ হওয়ায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। বনগাঁ-বাগদা এলাকা জাল পরিচয়পত্র তৈরির আখড়া হয়ে উঠেছে বলে অভিযোগ। সম্প্রতি জাল পরিচয়পত্র তৈরির অভিযোগে মহকুমায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই ধৃতের সঙ্গে বড় কোনও চক্রের যোগসাজশ আছে কি না, খতিয়ে দেখছে বাগদা থানার পুলিস।
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা