কলকাতা

পিস হাভেনে রাখা বউমা-নাতনির দেহ, ছেলের ফেরার অপেক্ষায় নিউ বারাকপুরের বৃদ্ধ বাবা-মা

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বৌমা ও নাতনির দেহ কফিনবন্দি হয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ফিরল বাড়ি। সড়কপথে অ্যাম্বুলেন্সে ফিরছেন গুরুতর জখম ছেলে। শেষবার তিনি মেয়ে ও স্ত্রীর মুখ দেখতে চান। তাই পিস হাভেনে বউমা ও নাতনির দেহ রেখে ছেলের ফেরার অপেক্ষায় সময় গুণছেন অশীতিপর বৃদ্ধ দম্পতি। নিউ বারাকপুরের সুকান্ত সরণির বাড়িতে এখন শুধুই হাহাকারের শব্দ ও কান্নার রোল। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়েছেন স্থানীয়রাও। নাতনি এবছর সরস্বতী পুজো করবে বলে বায়না ধরেছিল। তার প্রস্তুতি চলছিল। কিন্তু একটা দুর্ঘটনা কেড়ে নিল সব আনন্দ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুকান্ত সরণির বাসিন্দা শোভন শাসমল। বছর সাতেক আগে মধ্যমগ্রামের পায়েলদেবীকে বিবাহ করেছিলেন। পেশায় গৃহশিক্ষক শোভন তাঁর স্ত্রী ও আড়াই বছরের মেয়ে শ্রীনিকাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সিকিম। সঙ্গে ছিল মামাতো দাদার পরিবার। মর্মান্তিক দুর্ঘটনায় শোভন হারান স্ত্রী ও কন্যাকে। নিজেও গুরুতর জখম হন। দাদা-বৌদি গুরুতর জখম। তাঁদের একমাত্র নাবালিকা কন্যা আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার গাড়িটি খাদে পড়ার আগের মুহূর্তে জানালা দিয়ে দুই শিশুকে বাইরে ছুড়ে দেওয়া হয়েছিল। তাতে শোভনের মামাতো দাদার কন্যা রক্ষা পেলেও মেয়ে শ্রীনিকা গুরুতর জখম হয়। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 
সোমবার রাতে গ্যাংটক থেকে বিমানে পায়েল ও শ্রীনিকার দেহ নিউ বারাকপুর পৌঁছয়। এদিন সন্ধ্যায় গ্যাংটক থেকে তিনটি অ্যাম্বুলেন্সে শোভন ও তাঁর দাদা-বৌদিকে সড়কপথে কলকাতা ফিরিয়ে আনা হচ্ছে। পুরসভার তৈরি পিস হাভেনে মা-মেয়ের দেহ রাখা। সুকান্ত সরণিতে সাধারণ মানুষের ভিড়। প্রতিবেশীরা শোভনের বৃদ্ধ বাবা ও মার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাবা প্রতাপ শাসমল পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বৌমা ও নাতনির ভয়ঙ্কর পরিণতিতে তিনি বাকরুদ্ধ। অনবরত চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। মা পিয়ালি শাসমলের হাহাকারে স্থানীয়দের চোখেও জল। পিয়ালিদেবী কোনওরকমে বললেন, ‘নাতনি বাড়িতে সরস্বতী পুজো করতে বলেছিল। ও মাত্র আড়াই বছরের জন্য আমাদের কাছে এসেছিল। বউমাও চলে গেল। কাদের নিয়ে বাঁচব?’ শোভনের প্রতিবেশী বন্ধু বিকাশ সিনহা বলেন, ‘সকালে শোভনের সঙ্গে ফোনে কথা হয়েছে। কান্নাভেজা গলায় সে বলেছিল, বাড়িতে ফিরে একবার স্ত্রী ও মেয়ের মুখ দেখব। ওদের ধরে রাখিস।’
3d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা