কলকাতা

ভাটপাড়ার সিআইসি সদস্যকে খুনের সুপারির ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য নুর ই জামালকে খুনের সুপারি দেওয়া হয়েছিল। ১০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও’র পরিপ্রেক্ষিতে পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে মুম্বই থেকে মহম্মদ বশিরউদ্দিন ওরফে রাজু হিটারকে পাকড়াও করেছেন বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। তাকে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজু হিটারের বাড়ি কাঁকিনাড়ায়। এর আগে খুনের অভিযোগে সে গ্রেপ্তার হয়েছিল। পরে জামিনে ছাড়া পায়। চেয়ারম্যান পরিষদের সদস্যকে খুন করার জন্য তাকে সুপারি দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিস।
এই ভিডিও ভাইরাল হওয়ায় ভাটপাড়ার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। নুর ই জামালকে এর আগেও খুনের চেষ্টা করা হয়েছিল। ২০১৯ সালে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চলেছিল। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। তাঁর এলাকা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। ২০১৯ সালে ভাটপাড়ায় যখন অর্জুন বাহিনী দাপিয়ে বেড়াত, তখন নয়াবাজার এলাকায় একমাত্র নুর ই জামাল তৃণমূলের গড় বজায় রেখেছিলেন। এবার ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই তাঁকে টার্গেট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
বারাকপুরের পুলিস কমিশনার অলক রাজোরিয়া জানিয়েছেন, রাজুকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সে জামিন পেয়েছে। এই চক্রে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কাউকেই রেয়াত করা হবে না। ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে।
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ততা বৃদ্ধি। গৃহে কোনও শুভানুষ্ঠান উপলক্ষে অতিথি সমাগমে আনন্দ। দেহে আঘাত...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা