কলকাতা

সাগরে বাঁধে ধস, এলাকায় আতঙ্ক

সংবাদদাতা, কাকদ্বীপ: প্রায় ৩০০ ফুট অঞ্চল জুড়ে ধস নামল মুড়িগঙ্গার নদীবাঁধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই সাগরের কশতলা এলাকায় নদীবাঁধে ধস নামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ ওই নদীবাঁধের পিছনে কয়েকশো বিঘা জমিতে ধানচাষ করা হয়েছে। বর্তমান গাছে ধানের শিষ হয়েছে। নোনাজল ওই জমিতে ঢুকে গেলে প্রচুর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও ওই এলাকায় বেশ কয়েকটি পানের বরজ রয়েছে।
তাই বাসিন্দারা তড়িঘড়ি ভাঙা নদীবাঁধের কাছে ভিড় জমান। বিভিন্ন পদ্ধতিতে ধস আটকানোর জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই ধস আটকানো সম্ভব হয়নি। এমনকী, ওই বাঁধের বেশ কিছুটা অংশে ফাটলও দেখা যায়। এরপরই বাসিন্দারা বস্তাতে মাটি ভরে নদীবাঁধের উপর ফেলতে থাকেন। ঘটনাস্থলে পৌঁছন সিভিল ডিফেন্স কর্মীরা। পরে সাগরের বিডিও ও মুড়িগঙ্গা-১ পঞ্চায়েতের প্রধান এবং অন্য জনপ্রতিনিধিরা যান। তাঁরা নদীবাঁধ পরিদর্শন করে সেচদপ্তরকে রিং বাঁধ তৈরি করার নির্দেশ দেন। রিং বাঁধ তৈরি করেই পরিস্থিতি আপাতত সামাল দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে নদীবাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। তাই বাঁধে হঠাৎই ধস নেমেছে।
এই বিষয়ে নিতাই মাইতি নামে এক গ্রামবাসী বলেন, ‘এদিন সকালে প্রথমে নদীবাঁধের একাংশে ধস নেমেছিল। ধসের চেহারা ধীরে ধীরে বাড়তে থাকে। নোনাজল গ্রামে ঢুকে গেলে প্রচুর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল।’
সাগরের বিডিও কানাইয়া রায় বলেন, ‘বিকেলের মধ্যে ওই এলাকায় রিং বাঁধ তৈরি করে পরিস্থিতির সামাল দেওয়া হয়েছে। গ্রামে নোনাজল ঢোকার কোনও সম্ভাবনা আপাতত নেই।’ - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা