বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুরোহিতকে পিস্তল দেখিয়ে বিগ্রহের লক্ষাধিক টাকার গয়না, ‘প্রণামী’ লুট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের অধীনে থাকা প্রান্তিক থানা এলাকায় শনিবার মাঝরাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। মন্দিরের গ্রিল কেটে পুরোহিতের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। একইসঙ্গে দু’টি প্রণামী বাক্সের তালা ভেঙে ১৮ হাজার টাকা নগদও তারা নিয়ে গিয়েছে। মারধর করা হয়েছে পুরোহিত নীলমাধব বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোহিতের মৌখিক বয়ানের ভিত্তিতে নাদিয়াল থানা মামলা রুজু করেছে।
লালবাজার জানিয়েছে, শনিবার গভীর রাতে নাদিয়ালের কাঞ্চনতলা শ্মশান কালীমন্দিরে ঘটনাটি ঘটে। স্থানীয় থানার পাশাপাশি কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। কীভাবে এই ঘটনা, কারা এর সঙ্গে জড়িত, সবটাই তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে লালবাজার। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (বন্দর) হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র আইনে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  
এই কালীমন্দিরটি জাগ্রত বলেই পরিচিত। বাসিন্দাদের কথায়, প্রচুর মানুষ এখানে মানত করেন। শুধু তাই নয়, যে কোনও শুভ কাজে এই মন্দিরে প্রচুর অর্থ ও গয়না দান করেন ভক্তরা। সেই বিপুল পরিমাণ অর্থ লোপাটের উদ্দেশ্যেই শনিবার রাত দেড়টা নাগাদ মন্দিরে হানা দেয় চারজন দুষ্কৃতী। পুলিস সূত্রের খবর, প্রথমে মন্দিরের সামনের দরজার গ্রিল কাটে তারা। স্থানীয় যুবক সুশীল ঘোষ বলেন, এই কালী মন্দিরের দু’জন পুরোহিত রয়েছেন। প্রতি রাতে তাঁদের একজন পালা করে মন্দিরেই ঘুমোন। মন্দির পাহারা দেওয়ার জন্যই এমন ব্যবস্থা বলে দাবি ওই যুবকের। তদন্তকারীরা জানিয়েছেন, মন্দিরের ভিতরে ঢুকে তারা প্রথমে ওই পুরোহিতকে টার্গেট করে। একজন তাঁর হাত চেপে ধরে। চিৎকার করতে গেলে অন্যজন মুখে একটি কাপড় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মারধরও করা হয় তাঁকে। পুরোহিত পুলিসকে জানিয়েছেন, দুষ্কৃতীদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সেটি উঁচিয়ে ভয় দেখানো হয়। এপ্রসঙ্গে কলকাতা পুলিস জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করা না পর্যন্ত কিছু বলা যাবে না।  
দু’জন যখন পুরোহিতকে কব্জা করে রেখেছিল, তখন বিগ্রহের গা থেকে সোনা ও রুপোর গয়না সরাতে ব্যস্ত ছিল বাকি দু’জন। স্থানীয়রা জানিয়েছেন, ওই মন্দিরে দু’টি প্রণামী বাক্স রয়েছে। সেই বাক্স দু’টির তালা ভেঙে লুটপাট চালায় দুষ্কৃতীরা। ওই বাক্সে প্রায় ১৮ হাজার টাকা ছিল। সবই নিয়ে গিয়েছে তারা। তারা চলে গেলে ওই পুরোহিতই চিৎকার করে স্থানীয়দের ডাকেন। এলাকার বাসিন্দারাই নাদিয়াল থানায় খবর দেন। 
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির কারণে মানসিক অস্থিরতা ও উদ্বেগ। পরীক্ষায় মনোমতো ফললাভ ও নামী প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৫.৬০ টাকা১০৯.৩৩ টাকা
ইউরো৮৮.১০ টাকা৯১.৪৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা