খেলা

চ্যালেঞ্জ ছুড়তে তৈরি: কাসিমভ

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: আই লিগ থেকে মহমেডান স্পোর্টিংকে আইএসএলে তোলার অন্যতম কারিগর। সাদা-কালো ব্রিগেডের মাঝমাঠের স্তম্ভ উজবেকিস্তানের মিরজালল কাসিমভ। শনিবার মিনি ডার্বিতে মাধি তালাল, সাউল ক্রেসপোদের শান্ত রাখতে প্রস্তুত তিনি। মেগা ম্যাচের আগে বর্তমানকে একান্ত সাক্ষাত্কারে অকপট কাসিমভ।
প্রশ্ন: মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আইএসএলে খেলা কতটা তৃপ্তির?
কাসিমভ: শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সি গায়ে চাপানোটা সম্মানের। আই লিগ জিতে আইএসএলে খেলা স্বপ্ন ছিল। তা পূরণ হয়েছে। এখন দেশের এক নম্বর লিগের প্রতিটি ম্যাচে সেরাটা উজাড় করে দেওয়াই লক্ষ্য। 
প্রশ্ন: শনিবার প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল। এই মেগা ম্যাচের জন্য কতটা তৈরি?
কাসিমভ: এই ম্যাচ বরাবরই স্পেশাল। ইস্ট বেঙ্গলের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। তবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে আমরা তৈরি।
প্রশ্ন: সাড়া জাগিয়ে আইএসএল অভিযান শুরু করে মহমেডান। কিন্তু শেষ তিনটি ম্যাচে হেরেছে দল। তাই মানসিকভাবে আপনারা কতটা তৈরি?
কাসিমভ: সত্যি বলতে কিছু ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। তাছাড়া ভাগ্যও সঙ্গ দেয়নি। তবে মাঝে আমরা দু’সপ্তাহের মতো ব্রেক পেয়েছি। ভুলভ্রান্তির পর্যালোচনা হয়েছে। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরতে তৈরি।
প্রশ্ন: ইস্ট বেঙ্গলের মাধি তালাল ও দিয়ামানতাকোস ভালো ফর্মে আছেন। ওদের আটকানোর জন্য বিশেষ কোন পরিকল্পনা রয়েছে?
কাসিমভ: প্রতিপক্ষ দলে অনেক ভালো ফুটবলার রয়েছে। তাই বিশেষ কোনও প্লেয়ারকে বেশি গুরুত্ব দিতে নারাজ। টিম হিসেবে ওদের মোকাবিলা করব আমরা।
প্রশ্ন: মহমেডানে কাসিমভ, অ্যালেক্সিস ও ফ্রাঙ্কা ত্রয়ী বেশ হিট। বাকি দুই সতীর্থের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারে কিছু বলবেন?
কাসিমভ: অ্যালেক্সিস আর্জেন্তিনার এবং ফ্রাঙ্কা ব্রাজিলের। তা সত্ত্বেও ওদের বোঝাপড়া ভালো (হেসে)। প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। আসলে আমরা অন্তরঙ্গ বন্ধু। আর মাঠে তারই প্রতিফলন ঘটে।
প্রশ্ন: হারের হ্যাটট্রিকে মহমেডান সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। ওদের জন্য কী বার্তা দেবেন?
কাসিমভ: সমর্থকরা ক্লাবের মেরুদণ্ড। মাঠে এসে ক্লাবকে সাপোর্ট করুন। আপনাদের হতাশ করব না। 
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা