খেলা

ডি ব্রুইনের গোল অবৈধ,
দাবি আনসেলোত্তির

 

মাদ্রিদ: ম্যাচের বয়স তখন ৬৭ মিনিট। গুন্ডোগানের থেকে বল নিয়ে বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো গোলে ম্যাঞ্চেস্টার সিটিকে সমতায় ফেরালেন কেভিন ডি’ব্রুইন। তাই ম্যাচের সেরা তিনি। তবে খেলার পর এই গোলই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। টিভি প্রযুক্তিতে দেখা যায়, বিল্ড-আপের সময় বল সাইডলাইনের সামান্য বাইরে থেকে বল ভিতরে টেনেছিলেন বার্নার্ডো সিলভা। স্বাভাবিকভাবেই এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কার্লো আনসেলোত্তি। তাঁর কথায়, ‘জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। সিটির গোল বৈধ নয়। মুভমেন্ট শুরুর সময় বল সাইডলাইন অতিক্রম করে। এটা আমি নই, আধুনিক প্রযুক্তি বলছে। কিন্তু দুর্ভাগ্য! রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এই ব্যাপারটিকে গুরুত্বই দিল না। প্রতিবাদ জানিয়ে দেখতে হল হলুদ কার্ড।’
প্রথম লেগে অবশ্য ছেলেদের খেলায় সন্তুষ্ট আনসেলোত্তি। এমনকী ফাইনালে পৌঁছনোর ব্যাপারেও আত্মবিশ্বাসী ইতালিয়ান কোচ। তাঁর মন্তব্য, ‘ওরা শুরুর দিকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ঠিকই। কিন্তু আমরা বিচলিত হইনি। গুরুত্বপূর্ণ সময়ে ভিনিসিয়াসের গোলই তার প্রমাণ। সবকিছু ঠিকঠাক চললে ফাইনালে আমাদের প্রতিপক্ষ হবে মিলানের যে কোনও একটি দল।’ 
ম্যাঞ্চেস্টার সিটির জ্যাক গ্রিলিশ ফিরতি পর্বের ম্যাচে নিজেদের এগিয়ে রেখেছেন। তাঁর মন্তব্য, ‘এতিহাদে আমরা অপ্রতিরোধ্য। মাদ্রিদেও জয়ের লক্ষ্যেই এসেছিলাম। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতেই পারত।’ ম্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘রিয়ালের বিরুদ্ধে লড়াইটা কঠিন হবে, তা জানাই ছিল। তবে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এবার ঘরের মাঠে সেরাটা মেলে ধরতে হবে।’ উল্লেখ্য, ফিরতি পর্বে এতিহাদে আগামী বুধবার রাতে লড়াইয়ে নামবে দু’দল।
19Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা