দক্ষিণবঙ্গ

বর্ধমানে তারামণ্ডলে বন্ধ শো, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পুজোর আগে থেকেই বর্ধমান শহরের মেঘনাদ সাহা তারামণ্ডলে শো বন্ধ রয়েছে। প্রজেক্টর সহ দামী মেশিন অকেজো হয়ে রয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। শীতের মরশুমে ঘুরতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। বিভিন্ন স্কুল থেকে পড়ুয়া ও শিক্ষকরা এসেও ফিরে যাচ্ছেন। যদিও এব্যাপারে সহ উপাচার্য আশিস পানিগ্রাহী বলেন, শো বন্ধ থাকার খবর আমাদের কাছে নেই। কয়েকটি যন্ত্রাংশ খারাপ থাকতে পারে। তারজন্য আবছা ছবি আসছে। প্রতিদিনই পর্যটকরা আসছেন। 
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন এই তারামণ্ডলে দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচটি শো হয়। ছোটদের ২০টাকা, বড়দের ৪০ টাকা টিকিট নেওয়া হয়। মহাকাশ ও নানা নক্ষত্র ও গ্রহের উৎপত্তি নিয়ে নানা বিজ্ঞানসম্মত তথ্য জানতে পারা যায়। ছুটির দিন বা শীতের মরশুমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকে বেড়াতে আসছেন। বড়দিনে তারামণ্ডলের পার্কে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। অনেকে পিকনিকও করেন। আগামী পয়লা জানুয়ারি সহ গোটা মাসজুড়ে ব্যাপক ভিড় হবে। কিন্তু শো বন্ধ থাকায় পর্যটকরা সমস্যায় পড়ছেন।
বড়দিনে দুই শিশুকে সঙ্গে নিয়ে ভাতারের কামারপাড়া থেকে এসেছিলেন মন্দিরা ঘোষ। তিনি বলেন, বহু বছর আগে একবার এসে তারামণ্ডলে শো দেখেছিলাম। খুব ভালো লেগেছিল। সেকারণে সপরিবারে এসে শো দেখার ইচ্ছে ছিল। কিন্তু কাউন্টারে গিয়ে জানতে পারলাম শো বন্ধ। কবে শো চালু হবে তাও বলতে পারছেন না কর্মীরা। অগত্যা রমনাবাগান চিড়িয়াখানা ও সায়েন্স সেন্টার দেখে বাড়ি ফিরব। কালনার একটি বেসরকারি স্কুল থেকে ছাত্রদের নিয়ে এসেছিলেন ভবেশ ঘোষ। তিনি বলেন, বাসে করে ছোটদের নিয়ে এসেছি। এসে শুনছি এখানে শো বন্ধ। পার্কে কিছুক্ষণ খেলার পর ওদের নিয়ে ফিরে যাব।
তারামণ্ডলের অফিসার ও কর্মীদের দাবি, অকেজো যন্ত্রপাতি সংস্কার করতে বেশ কয়েক লক্ষ টাকা খরচ হবে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় ইসির বৈঠক হয়নি। সেকারণে এসব কাজ আটকে রয়েছে। কবে সারানো হবে তাও জানি না। পর্যটকরা এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। পুজোর আগে থেকে শো বন্ধ থাকায় অনেকে টাকা লোকসানও হচ্ছে। সবাই এসে শো হচ্ছে কিনা জানতে চাইছেন। তারামণ্ডলে আগে একটি ক্যান্টিনও চালু ছিল। বেশ কয়েক বছর ধরে তাও বন্ধ রয়েছে।
12Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা