বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

এসি থেকে গরম হাওয়া, রাজ্যপালের ঘুমে সমস্যা
পত্রপাঠ বোসের বেডরুম ঠান্ডা করার নির্দেশ নবান্নের

দীপঙ্কর মণ্ডল, কলকাতা: আগের মতোই রাজভবনের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে রাজ্যের। উপাচার্য নিয়োগ নিয়ে চলছে দড়ি টানাটানি। তবু রাজ্যপাল সিভি আনন্দ বোসের সমস্যা জানা মাত্র দ্রুত সমাধানে এগিয়ে এল নবান্ন। বেশ কিছুদিন ধরে ঘুমের ব্যাঘাত হচ্ছে বোসের। তাঁর শোওয়ার ঘরের শীতাতপ যন্ত্র থেকে হু হু করে গরম হাওয়া বেরচ্ছে। রাজভবনে ব্রিটিশ আমলের ঘরে জানালা দরজা বন্ধ করে এসি চালিয়ে দেন কর্মীরা। কিন্তু তাতেও ঘর ঠান্ডা হয় না। বৃদ্ধি পায় তাপমাত্রা। সঙ্গে আর্দ্রতার পরিমাণও বাড়ে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, ঘরের মধ্যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ায় রাতে ভালো করে ঘুমোতে পারছেন না রাজ্যপাল। বিষয়টি জানা মাত্র তৎপর হয়েছে পূর্তদপ্তর। নবান্নের সিদ্ধান্ত, সি ভি আনন্দ বোসের বেড রুম শীতল করতে যে আকারের এসির প্রয়োজন, সেরকম নতুন যন্ত্র বসানো হবে।
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে প্রশাসনিক কাজে নাক গলানোর অভিযোগ উঠত। তাঁকে ‘পদ্মপাল’ বলে কটাক্ষ করতেন রাজ্যের শাসক দলের অনেক নেতামন্ত্রী। মাস ছ’য়েক আগে দায়িত্ব নেওয়া সি ভি আনন্দ বোসের সঙ্গে সম্পর্ক ততটা তিক্ত এখনও হয়নি। তবে সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যে উপাচার্য নিয়োগ ইস্যুতে তাঁর বিরুদ্ধে ‘যুদ্ধং দেহী’ মনোভাব নিয়ে চলছে। আচার্য হিসেবে বোসের নিয়োগ করা উপাচার্যদের বেআইনি ঘোষণা করে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি রামনবমীকে কেন্দ্র করে বোসের বাড়তি সক্রিয়তাও ভালো চোখে দেখেনি নবান্ন। একই সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে সুন্দরবন চলে গিয়েছিলেন রাজ্যপাল। সেই ঘটনাকেও সহজভাবে নেয়নি রাজ্যের শাসকদল। এই উষ্ণ আবহে হঠাৎ করে এসি বিগড়ে তপ্ত হয়ে উঠছে বোসের শোবার ঘর। রাজভবনের কর্মীরা প্রথমে মনে করেছিলেন, পুরনো হয়ে যাওয়ার কারণে বাতানুকূল যন্ত্রের গ্যাস শেষ হয়ে গিয়েছে। তাই নতুন করে গ্যাস ভরে দেন যন্ত্রে।  কিন্তু তারপরও ঠান্ডা হয়নি হাওয়া। এরপর মেকানিক ডেকে এসি মেশিন সারানোর চেষ্টাও হয়। কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়েছে। 
রাজভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য পূর্তদপ্তরের উপর। দপ্তরের ইঞ্জিনিয়ারদের গোটা বিষয়টি জানানো হয়। বোসের বেডরুমের পুরনো এসি খুলে তা নতুন লাগানোর নির্দেশ দেয় নবান্ন। এ প্রসঙ্গে বোসের মোবাইলে যোগাযোগ করা হলেও তাঁর কোনও বক্তব্য মেলেনি। মেসেজেরও জবাব দেননি রাজ্যপাল।
20Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা